জগমোহন কৌর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জগমোহন কৌর
ਜਗਮੋਹਣ ਕੌਰ
প্রাথমিক তথ্য
জন্মনামজগমোহন কৌর
উপনামমাই মোহনো
জন্ম(১৯৪৮-০৪-১৬)১৬ এপ্রিল ১৯৪৮
পাঠানকোট পাঞ্জাব, ভারত
মৃত্যু৬ ডিসেম্বর ১৯৯৭(1997-12-06) (বয়স ৪৯)
লুধিয়ানা, পাঞ্জাব, ভারত
ধরনলোকসংগীত, দ্বৈত সঙ্গীত, কৌতুক
পেশাসঙ্গীতশিল্পী, অভিনেত্রী, শিক্ষক, কৌতুক অভিনেত্রী

জগমোহন কৌর একজন ভারতীয় (পাঞ্জাবি) সঙ্গীত শিল্পী।[১][২] তিনি তাঁর গাওয়া বাপু ভে আদ্দ হুন্নি আইন, ঘারা ওয়াজ্জদা, ঘারোলি ওয়াজ্জদি ইত্যাদি গানের জন্য বিখ্যাত হয়েছেন।

জীবনী[সম্পাদনা]

তিনি ১৯৪৮ সালের ১৬ এপ্রিল তারিখে ভারতের পাঞ্জাবের পাঠানকোট জেলায় জন্মগ্রহণ করেন। [১] তাঁর পিতার নাম গুরুবচন সিং ক্যাং এবং তাঁর মাতার নাম প্রকাশ কৌর ক্যাং। তিনি তার নিজ গ্রাম বোড় মাজরায় (বর্তমানে রূপনগর জেলা) বড় হন এবং তিনি গ্রামের স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা লাভ করেন।

তারপর তিনি কুরিলিতে অবস্থিত খালসা উচ্চ বিদ্যালয় লেখাপড়া করেন। সবশেষে তিনি খারারের আর্য ট্রেনিং স্কুল থেকে জে.বি.টি সমাপ্ত করেন। শিক্ষা গ্রহণ শেষে তিনি চণ্ডীগড়ের নিকটবর্তী মনি মাজরায় শিক্ষক হিসেবে কাজ করেন।

কিন্তু কিছুদিন পর তিনি কানওয়ার এস. মহিন্দর সিং বেদির কাছ থেকে গান শেখেন এবং তিনি তার শিক্ষকতার চাকরি ছেড়ে দিয়ে পেশাদার সংগীতশিল্পীর মত গান গাইতে লাগলেন।

পরবর্তীতে পশ্চিমবঙ্গের কলকাতায় একটি সংগীত অনুষ্ঠানে, কে. দীপ নামক একজন সংগীত শিল্পীর সাথে তার পরিচয় হয় । তারা যৌথভাবে তাদের একটি নিজস্ব সংগীত দল গঠন করেন। তারা বিভিন্ন সংগীত অনুষ্ঠানে একসাথে গান গাইতেন। এভাবে ক্রমান্বয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা অর্থাৎ প্রেম হয়। শেষ পর্যন্ত ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতি একজন মেয়ে আছে। তার নাম "বিলি" গুরপ্রীত কৌর মাদা। [১]

কর্মজীবন[সম্পাদনা]

কিছু একক গান গেলেও, তিনি তার স্বামী কে. দীপের (তিনি নিজেও একজন গায়ক) সাথে অনেক দ্বৈত গান গেছেন। তাদের এই জুটি তাদের অভিনীত মাই মহনোয়ান্ড পোস্টি নামক কমেডির জন্য সুপরিচিত। তাদের এই জুটির গাওয়া একটি বিশেষ ভাবে উল্লেখযোগ্য গান হল পোদনা নামক পাঞ্জাবি গান। একইসাথে তিনি কয়েকটি পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি দাজ (১৯৭৬), মুতিয়ার (১৯৭৯) এবং দুশমনি ডি আগ (১৯৯০) এ অভিনয় করেন। একই সাথে তিনি সুখি পারোয়ার (1980) এবং দো জত্তিয়ান সহ অন্যান্য অনেক চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতশিল্পী (প্লেব্যাক সঙ্গীত শিল্পী) হিসাবে অনেকক গান গেয়েছেন।

গান[সম্পাদনা]

সঙ্গীত পরিবেশন রত জগমোহন কৌর

তার গাওয়া উল্লেখযোগ্য কারণগুলো হলো:[৩]

  • বাবা ভে কালা মারোর
  • রিস্তা জিজা সালি ফোজ্জি মান বুরে নি আলহার
  • বড় কারারা পুদনা
  • ঈদ মোবারক
  • গুড্ডি ওয়াংকো
  • ফুকে আং আং কই নিত্রু আল্লাহ হো ধরণী
  • মেরি গাল সুনো সর্দারজি
  • দো চারেয়ান দি এক ধুলকি
  • বাপু ভে আদ হুনায়ান
  • চার পোস্টি
  • চালালে চামধিয়ান
  • পাইন্দ বাই থাই বান্দ্রি
  • বে মেন বোতল ওয়ারগি
  • বুদ্দেই নে রান্না পাত্ত লায়ে
  • ঘর বাজদা ঘারোহি ওয়াজদি
  • চাররে জেথ তেই আখ মেইন রাখ লাই
  • শাহান দা
  • তেরে হাত জিন্দ্রে দি চাবি
  • হায়ে ওয়ে
  • মারহে দি জননী ভাবি সাভ দি
  • তেরে মাঞ্জে উত্তে ভাবি
  • রাত চন্দনী মেইন তুরান
  • হরিয়ান কর্তা হরিয়ান পিলিয়াম
  • বলীয়ান
  • চ চ চ চাল নি মা মেলে
  • নাচন মেইন লুধিয়ানে
  • শাহের তেলে তার্কালা ধারিয়ান
  • মেরে লাল জিও
  • জাদ হান্দ ব্রেকান লাগা দুঙ্গা
  • মেইন তে মাহি ইঞ্জ জোর গায়ে
  • লুঙ্গি
  • ঘুন্দ উইচ নাহি লুক দা
  • ছাল্লা
  • নন স্টপ এন্টারটেইনমেন্ট
  • মাই মোহনো পোস্টি - কমেডি
  • বাবা ভে কালা মারোর
  • মির্জা
  • বোন্ধারিয়ে আজা নি
  • ইয়ালি তোর্ লাই তারহাক
  • ওইয়াড়কে নীন পালে জাফফিন
  • জাদ পাহান কা পাহিন ফুল বে
  • ঘরদা বাজদা ঘাঢুলি বাজদি
  • মেরে নাচদিদে খুল গায়ে বাল
  • তেরে জাত্তি না পছন্দ
  • তেরে হাসান নি
  • কুলফি
  • বেহ কে পী মিত্র
  • ভে দারহি নো লাভালে ভষ্ম
  • কৃষ্ণ মড়
  • শেহের লাহোর আন্দের
  • তেরে নি ভারাবন
  • চার দীপ
  • তেরে পিচ্চে জাতিয়ানে
  • দিপ নিবে গেছে মামো
  • মিত্রম দা সুরমা
  • ফাকনা নুন হার কারদে
  • রাত কাট কে ড্রাইভার তুর জাঙ্গে
  • সাচা তে ভীরু
  • পুরাণ লোকগাথা
  • মেইন আশিকান নুন দাশদি ফিরান
  • লাভ ইউ লাভ ইউ কারদে
  • চিরে ওয়ালিয়া
  • নসরু মনসুর গুরু গোবিন্দ সিং
  • দোলি চাড়দি নে সি মাকড় বানা লিয়া - কমেন্ট্রি
  • বুরে নে রান পাতলাই
  • দীপ সিঙ্গার বন গেয়া
  • মাই মোহনো পোস্টি কানাডা উইচ
  • বাবা দীপ সিং

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ਥੂਹੀ, ਹਰਦਿਆਲ (১৪ মার্চ ২০১৫)। "'ਬਾਪੂ ਵੇ ਅੱਡ ਹੁੰਨੀ ਆਂ' ਵਾਲੀ ਜਗਮੋਹਣ ਕੌਰ"পাঞ্জাবি ট্রিবিউন। ১২ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০১৫ 
  2. "K. Deep & Jagmohan Kaur"Last.fm। ২৪ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০১৫ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০