জয়নাল আবেদীন ভুঁইয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জয়নাল আবেদীন ভুঁইয়া
কুমিল্লা-১৬ (বিলুপ্ত) আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৭৯ – ১৯৮২
পূর্বসূরীকাজী জহিরুল ইসলাম কাইয়ুম
উত্তরসূরীআসন বিলুপ্ত
কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
জুন ১৯৯৬ – ২০০১
পূর্বসূরীএ কে এম কামরুজ্জামান
উত্তরসূরীআব্দুল গফুর ভূইয়া
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪৮
কুমিল্লা জেলা
মৃত্যু২৭ জানুয়ারি ২০০৫
কুমিল্লা জেলা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীমোহছেনা আবেদীন ফেন্সী
সন্তানরওশন আরা আবেদী

জয়নাল আবেদীন ভুঁইয়া (১৯৪৮-২০০৫) বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য[১][২][৩]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

জয়নাল আবেদীন ভুঁইয়া ১৯৪৮ সালে কুমিল্লা জেলার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আনু মিয়া ভূঁইয়া, মাতা উম্মে কুলসুম। পাঁচ ভাই, চার বোনর মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তিনি ময়ুরা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও ফেনী সরকারি কলেজ থেকে ডিগ্রী পাশ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]

জয়নাল আবেদীন ভুঁইয়া কলেজে অধ্যয়নকালীন ছাত্রলীগের বিভিন্ন দায়িত্ব পালন সহ বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করেন। ১৯৭৭ সালে তিনি ঢালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিলুপ্ত কুমিল্লা-১৬ আসন থেকে এরশাদ মন্ত্রীসভার প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদকে পরাজিত করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১] এর পর তিনি জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কুমিল্লা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[২]

১৯৮৬, ১৯৯১ ও ২০০১ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।[৩]

পারিবারিক জীবন[সম্পাদনা]

জয়নাল আবেদীন ভুঁইয়া মোহছেনা আবেদীন ফেন্সীকে বিয়ে করেন। তাদের একমাত্র কন্যা রওশন আরা আবেদীন।

মৃত্যু[সম্পাদনা]

জয়নাল আবেদীন ভুঁইয়া ২৭ জানুয়ারি ২০০৫ সালে মৃত্যুবরণ করেন।[৪][৫]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "জয়নাল আবেদীন ভুঁইয়া"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২০ 
  4. amadercomillaa.com। "আজ সাবেক এমপি জয়নাল আবেদীন ভূঁইয়ার ১২তম মৃত্যু বার্ষিকী"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৮ 
  5. "রাজনীতিতে সততা এবং একজন"www.comillarkagoj.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৮