পিতানু নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিতানু নদী
পীতানি নদী
অবস্থান
রাষ্ট্রভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর দিনাজপুর জেলা
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানবাখারী বিল
মোহনা 
 • অবস্থান
গোয়াবাড়ী
নিষ্কাশন 
 • অবস্থানসুধানী নদী

পিতানু নদী ভারতের পূর্বদিকে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলায় প্রবাহিত নদী৷ এটি সুধানী নদীর উপনদী এবং মূলত বৃষ্টির জলে পুষ্ট নদী৷

গতিপথ[সম্পাদনা]

নদীটি উত্তর দিনাজপুর জেলার ধরমপুরের বাখারী বিল থেকে নদীর উৎপত্তি লাভ করেছে। নদীটির অনেকটা অংশ গোয়ালপোখর, চাকুলিয়া থানার সীমানা নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়েছে। পরে করণদিঘির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চাকুলিয়া থানার গোয়াবাড়িতে এটি সুধানী নদীর সাথে মিশেছে। এই নদীর গভীরতা তেমন না থাকলেও প্রাচীন কালে বাজারগাঁতে এই নদীর তীরে বসতি গড়ে উঠেছিল, যার ভগ্নাবশেষ আজও দেখা যায়৷[১]

তথ্যসূত্র[সম্পাদনা]