ভাটা নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভাটা নদী
অবস্থান
রাষ্ট্রভারত, বাংলাদেশ
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর দিনাজপুর জেলা
মহকুমাইসলামপুর
প্রাকৃতিক বৈশিষ্ট্য
মোহনা 
 • অবস্থান
শীতপাড়া, চোপড়া
দৈর্ঘ্য১৫ কিলোমিটার
নিষ্কাশন 
 • অবস্থানবেরং নদী

ভাটা নদী[১] একটি ভারত-বাংলাদেশ আন্তঃসীমান্ত নদী৷ বেরং নদীর উপনদী ভাটা নদী।

গতিপথ[সম্পাদনা]

এই নদীর উৎপত্তি বাংলাদেশের পঞ্চগড়ের বিলাঞ্চলে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার শীতলগছ, লালগছ হয়ে নদীটি ভারতে প্রবেশ করেছে৷ শীতপাড়ায় বেরংয়ের সাথে মিলিত হয়েছে ভাটা নদী। এই নদীর জলপ্রবাহ ক্রমেই কমতে থাকায় এই নদী ভাটা নামে অভিহিত। নদীটির দৈর্ঘ্য প্রায় ১৫ কিলোমিটার। গভীরতা না থাকলেও বর্ষায় এই নদীর কারণে দুকূল প্লাবিত হয়৷[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ৪৫।
  2. https://www.bengallive.in/bengallive-special/river-story-of-uttar-dinajpur-fourth-part/