ব্যবহারকারী আলাপ:সাজিদুর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

ফেয়ার ইউজের চিত্র আপলোড প্রসঙ্গে[সম্পাদনা]

ফেয়ার ইউজের আওতায় আপনি যে চিত্রগুলো আপলোড করছেন তার বেশিরভাগ-ই অপ্রয়োজনীয়। যেমন আপনি যেসব চলচ্চিত্রের ডিভিডি পোস্টার আপলোড করছেন তার প্রয়োজন নেই। সেই নিবন্ধগুলোতে ইতোমধ্যেই চলচ্চিত্রের পোস্টার রয়েছে। তাই অনুগ্রহ করে এই ধরনের চিত্র আপলোড করবেন না। ফেয়ার ইউজের চিত্র যতোটা সম্ভব কম ব্যবহার করার বাঞ্চনীয়। এই চিত্রগুলো মুক্ত নয় এবং নীতিমালা অনুযায়ী শুধুমাত্র একান্ত প্রয়োজনেই এই চিত্রগুলো আপলোড ও সুনির্দিষ্ট স্থানে ব্যবহারযোগ্য। ধন্যবাদ। — তানভির১৩:৪৮, ৪ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Wikitanvir:, উল্লেখযোগ্য চলচ্চিত্রের একাধিক চিত্র দরকার। সাজিদুর (আলাপ) ১৪:০৪, ৪ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ন্যায্য ব্যবহার বা মুক্ত নয় এমন উপাদান ব্যবহারের যৌক্তিক ভিত্তি অনুসারে একাধিক চিত্রের দরকার নেই। যেমন ধরুন, যদি কোন চলচ্চিত্রের নিবন্ধের একটি পোস্টার ইতিমধ্যে থেকে থাকে তবে সেই নিবন্ধে একই বিষয়ের আরেকটি পোস্টারের দরকার নেই (কপিরাইটের কারণেই মূলত এমন নিয়ম)। আশা করি বুঝেছেন। ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৮, ৪ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]