লিয়ারি টাউন

স্থানাঙ্ক: ২৪°৫২′২০″ উত্তর ৬৬°৫৯′৩২″ পূর্ব / ২৪.৮৭২২২° উত্তর ৬৬.৯৯২২২° পূর্ব / 24.87222; 66.99222
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিয়ারি
لیاری
পৌরসভা
লিয়ারি শহরের মানচিত্র
লিয়ারি শহরের মানচিত্র
লিয়ারি لیاری পাকিস্তান-এ অবস্থিত
লিয়ারি لیاری
লিয়ারি
لیاری
লিয়ারি শহরের মানচিত্র
স্থানাঙ্ক: ২৪°৫২′২০″ উত্তর ৬৬°৫৯′৩২″ পূর্ব / ২৪.৮৭২২২° উত্তর ৬৬.৯৯২২২° পূর্ব / 24.87222; 66.99222
দেশপাকিস্তান
রাজ্যসিন্ধু
জেলাকরাচী
প্রতিষ্ঠিত১৪ আগস্ট ২০০১
ইউনিয়নসমূহ
সরকার
 • ধরনশহর কাউন্সিল
জনসংখ্যা (২০১৭)
 • মোট১,৮৬,৪৯৪
 ৬০% বেলুচ জাতিগোষ্ঠী
বিশেষণলিয়ারিটি[২]
Office Locationপ্রধান লিয়ারি শহর (পুরাতন কে.এম.সি) শাহরাহি আবদুল বেলুচ (চাকিওয়ারা রোড), লিয়ারি শহর, করাচী
ওয়েবসাইটhamaralyari.com

লিয়ারি (সিন্ধি: لیاری ٽاؤن , উর্দু: لیاری ٹاؤن ‎‎) মূলত পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচী জেলার অন্তর্গত একটি শহর। লিয়ারি করাচী জেলার আঠারোটি শহরের অন্যতম। এটি জেলা শহর থেকে অনেক দূরবর্তী ও ক্ষুদ্র একটি শহর হওয়া সত্ত্বেও শহরটি অধিক ঘনবসতিপূর্ণ।[৩] শহরের উত্তর দিকে লিয়ারি নদী এবং নদী পেরিয়ে জেলা শহর অবস্থিত, পূর্ব দিকে জামশেদ ও সাদ্দার শহর এবং পশ্চিমে করাচীর মূল পোতাশ্রয় বরাবর কেমারি শহর অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় সরকার ২০০০ সালে স্থানীয় সরকার ব্যবস্থা চালু করেছিল। এই ব্যবস্থা প্রণয়ন হবার পর পূর্ববর্তী তৃতীয় স্তর (প্রশাসনিক বিভাগ ব্যবস্থা) বিলুপ্ত হয়ে যায় এবং পূর্ববর্তী চতুর্থ স্তরকে (জেলা) নতুন তৃতীয় স্তরে পরিণত করা হয়েছিল। করাচী বিভাগের প্রশাসনিক অঞ্চল ছিল লিয়ারি শহর সহ তার সংলগ্ন আঠারোটি স্বায়ত্তশাসিত শহর। কিন্তু বর্তমানে নতুন করাচি সিটি জেলা গঠনের পর, পূর্বের লিয়ারি শহর করাচি শহর জেলার অন্তর্ভুক্ত হয়। করাচী বিভাগকে বিভক্ত করে নতুন পাঁচটি জেলা সৃষ্টি করা হয়।

সামাজিক সূচক[সম্পাদনা]

করাচীর প্রাচীনতম স্থানগুলির মধ্যে লিয়ারি একটি। লিয়ারি শহরে দুটি জাতীয় মানের হাসপাতাল এবং কয়েকটি ছোট হাসপাতালসহ অনেকগুলি স্কুল, কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।[৩] বর্তমানে লিয়ারি শহরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘাঁটি। লিয়ারি শহরে করাচি ও বেলুচিস্তানের মানুষদেরও আধিক্য রয়েছে।ধারণা করা হয় এরাই এই শহরের প্রাচীনতম বাসিন্দা। পশতুর এক বিশাল জনগোষ্ঠীর পাশাপাশি কুচি ও মেমনস সম্প্রদায়ও এখানে বসবাস করে। এছাড়াও লিয়ারি শহরে জিকরি মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি বহু সিদ্ধি সম্প্রদায়ের লোক বসবাস করে।

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

সিন্ধু জাতিরাই প্রথম লিয়ারি শহরে বস্তি গড়ে তোলে। পরবর্তীতে কিছু যাযাবর ও জেলে সম্প্রদায় এবং বালুচ জাতি এই অঞ্চলে বসবাস করতে আসে।[৩] লিয়ারি শহরের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী কচ্চি ভাষায় কথা বলে। লিয়ারি শহরে বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করে। জনগোষ্ঠীগুলো হল-

শিক্ষা[সম্পাদনা]

লিয়ারি শহর বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রয়েছে:

  • বেনজির ভুট্টো শহীদ বিশ্ববিদ্যালয়, লিয়ারি (বিবিসিইল)
  • শহীদ মোহতারমা বেনজির ভুট্টো মেডিকেল কলেজ (এসএমবিবিএমসি)
  • লিয়ারি ডিগ্রি সরকারী বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বালক কলেজ
  • জুলফিকার আলি ভুট্টো বালক কলেজ
  • চকীওয়ারা বালিকা কলেজ
  • আবদুল্লাহ হারুন সায়েন্স এন্ড কমার্স বালক কলেজ
  • নুসরত ভুট্টো বিজ্ঞান এন্ড কমার্স গার্লস কলেজ
  • লিয়ারি জেনারেল মেডিকেল ও নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউট

খেলাধুলা[সম্পাদনা]

লিয়ারি পাকিস্তানে ফুটবল খেলার জন্য অধিক পরিচিত। দেশের শীর্ষস্থানীয় অনেক খেলোয়াড় লিয়ারি শহরে জন্মগ্রহণ করেছেন। এই অঞ্চলে ফুটবল খুবই জনপ্রিয় এবং ফিফার বিশ্বকাপ নিয়ে লিয়ারি শহরবাসী খুবই উচ্ছ্বসিত। বিশ্বকাপের মৌসুমে লোকেরা বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশের বিশেষত ব্রাজিলের পতাকা উত্তোলন করে। লিয়ারি শহরে বডি বিল্ডিং, বক্সিং এবং রেসলিং অতি জনপ্রিয়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Karachi Website"। ২০ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  2. Yamini Narayanan ২০১৫, পৃ. 165।
  3. Yamini Narayanan 2015, পৃ. 165।

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

উৎস

বহিঃসংযোগ[সম্পাদনা]