রেজা আলী
রেজা আলী | |
---|---|
ময়মনসিংহ-৭ আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০০৮ – ২০১৪ | |
পূর্বসূরী | আবদুল মতিন সরকার |
উত্তরসূরী | এম. এ. হান্নান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১০ এপ্রিল ১৯৪০ সিলেট |
মৃত্যু | ১৩ ফেব্রুয়ারি ২০২৩ মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর |
সমাধিস্থল | ধানীখোলা, ত্রিশাল, ময়মনসিংহ |
নাগরিকত্ব | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | নাইমা আলী |
সন্তান | ২ ছেলে ১ মেয়ে |
পিতামাতা | টি. আলী (পিতা) সারাহ আলী (মাতা) |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
রেজা আলী (১০ এপ্রিল ১৯৪০ - ১৩ ফেব্রুয়ারি ২০২৩) বাংলাদেশি ব্যবসায়ী, আইনজীবী ও বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ যিনি ময়মনসিংহ-৭ জাতীয় সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আলীর জন্ম ১০ এপ্রিল ১৯৪০ সালে নানা বাড়ি সিলেটে। তার বাবা টি. আলী এবং মা সারাহ আলী। বাবা টি. আলী পাকিস্তান সরকারের কেন্দ্রীয় মন্ত্রী, মিশরে নিযুক্ত অ্যাম্বাসেডর, ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন।
তিনি লেখাপড়া শুরু করেন ঢাকার সেন্ট গ্রেগরী হাই স্কুলে। এরপর পাকিস্তানের লাহোরের আইচিসন কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।[১]
তার স্ত্রী নাইমা আলী। তাদের ৩ সন্তান মিরান আলী, সারাহ আলী এবং মিশাল আলী।
কর্মজীবন
[সম্পাদনা]রেজা আলী ১৯৬৮ সালে বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের সূচনা করেন। মুক্তিযুদ্ধেও রেখেছেন অবদান। ১৯৮৪ সালে তিনি মিসামি গার্মেন্টস শুরু করেন। বাংলাদেশের শিপ ব্রেকিং শিল্প খাতের বিকাশেও তার অবদান রয়েছে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন তিনি। সুপ্রিম কোর্ট বারের সদস্য ছিলেন তিনি।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আলী ১৯৬০ সালে স্বৈরাচারী শাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করার কারণে তাকে কারাবন্দি করা হয়।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হিসাবে ময়মনসিংহ-৭ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১]
মৃত্যু
[সম্পাদনা]রেজা আলী ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ত্রিশাল উপজেলার ধানীখোলায় তাকে সমাহিত করা হয়।[২][৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Constituency 152"। parliament.gov.bd। ৪ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৯।
- ↑ "সাবেক এমপি ও বিটপী'র প্রতিষ্ঠাতা রেজা আলী মারা গেছেন"। Ekattor TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৩।
- ↑ "সাবেক সংসদ সদস্য রেজা আলী আর নেই"। banglanews24.com। ২০২৩-০২-১৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৩।