জ্যোতির্বৈজ্ঞানিক প্রপঞ্চ
অবয়ব
সাধারণভাবে একটি মহাজাগতিক বস্তুতে সংঘটিত বা মহাজাগতিক বস্তু সংশ্লিষ্ট কোন ঘটনাকে জ্যোতির্বৈজ্ঞানিক প্রপঞ্চ বা মহাজাগতিক প্রপঞ্চ বলা যেতে পারে। চাঁদের হ্রাস-বৃদ্ধি, অমাবস্যা ও পূর্ণিমা, সুপারমুন, সূর্য ও চন্দ্রগ্রহণ, জ্যোতির্বৈজ্ঞানিক অতিক্রমণ ও অদৃশ্যকরণ, গ্রহের প্রতিযোগ (oppositions), গ্রহসংযোগ, উল্কা বৃষ্টি, গ্রহ-উপগ্রহের নিকট দিয়ে ধূমকেতুর গমন, পৃথিবীর অয়নান্ত ও বিষুব[১] হল অতি আলোচিত কয়েকটি জ্যোতির্বৈজ্ঞানিক প্রপঞ্চ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Astronomy Calendar of Celestial Events for Calendar Year 2019, www.seasky.org