অন্য ঘরে অন্য স্বর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অন্য ঘরে অন্য স্বর
বইয়ের প্রচ্ছদ
দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড সংস্করণের প্রচ্ছদ
লেখকআখতারুজ্জামান ইলিয়াস
প্রচ্ছদ শিল্পীসমর মজুমদার
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ধরনছোটগল্প
প্রকাশকঅনন্যা প্রকাশনী, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড
প্রকাশনার তারিখ
১৯৭৬
মিডিয়া ধরনছাপা (শক্তমলাট)
পৃষ্ঠাসংখ্যা১০৫
পুরস্কারহুমায়ুন কবির সাহিত্য পুরস্কার
আইএসবিএন৯৮৪০৫০০৫১১
ওসিএলসি৩২৪৫২৫৯১
এলসি শ্রেণীPK1730.24.L5
পরবর্তী বইখোঁয়ারি (১৯৮২) 

অন্য ঘরে অন্য স্বর বইটি প্রখ্যাত বাংলাদেশি কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের সর্বপ্রথম প্রকাশিত গ্রন্থ। এটি একটি ছোটগল্পের সংকলন। এতে মোট ছয়টি গল্প স্থান পেয়েছে। গল্পগুলোর রচনাকাল ১৯৬৫ সাল থেকে ১৯৭৫ সাল।[১]

প্রকাশের ইতিহাস[সম্পাদনা]

এই বইতে স্থান পাওয়া ছয়টি গল্পের পাঁচটিই বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল, শুধুমাত্র ফেরারী গল্পটি বাদে। এটিকে বেশ কয়েকটি পত্রিকা ফিরিয়ে দিয়েছিল। সর্বপ্রথমফরহাদ নামে একজন তরুণ প্রকাশক উদ্যোগী হয়ে এই বইটি ছাপান। বইটি বাজারে সেভাবে চলেনি। ফলে অনেক বই উপহার হিসেবে প্রদত্ত হয়, আবার অনেক বই গুদামে পড়ে ছিলো। পরবর্তীতে ফরহাদ একাধিক লোকসানের ফলে স্বল্পকাল পরে প্রকাশনা ব্যবসা থেকে সরে যান এবং এরপর ইউপিএল বইটি ছাপায়।[২]

আলোচনা-সমালোচনা[সম্পাদনা]

আখতারুজ্জামান ইলিয়াসের এই বইটি শুরুতে সাধারণ পাঠকমহলে তেমন আলোড়ন তুলতে সক্ষম হয়নি। এমনকি অদ্যাবধি এটি সাধারণ্যে তেমন জনপ্রিয় নয়। তবে সাহিত্যিক-সমাজ ও রুচিবান পাঠকদের ভেতরে এটি প্রকাশের পরপরই বিশেষ সাড়া জাগায়। বিশিষ্ট কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক তখন ছিলেন বেশ জনপ্রিয় লেখক। বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে তিনি এ বইটির অনেক প্রশংসা করেন এবং দর্শকদের বলেন যে, লেখক একেবারে অপরিচিত হলেও এই বইটা কিনে পড়া উচিত।[৩] এছাড়া বাংলা সাহিত্যের আরেক দিকপাল হাসান আজিজুল হক এই বইটি নিয়ে একটি দীর্ঘ সাহিত্য-সমালোচনা লেখেন, যেটি রাজশাহী থেকে প্রকাশিতবৃত্তায়ন নামক লিটন ম্যাগাজিনে প্রকাশিত হয়। এই সমালোচনা প্রবন্ধটির শিরোনাম ছিলো আখতারুজ্জামান ইলিয়াসের বিষবৃক্ষ। প্রবন্ধের একটি অংশে হাসান আজিজুল হক লিখেছেন,

‘শ্মশানের মড়া পুড়িয়ে পুড়িয়ে চণ্ডালের যে অবস্থা ইলিয়াসেরও তাই। সবকটি চশমা খুলে বসে আছেন অথচ আমাদের সাহিত্যে চশমার তো অন্ত নেই—কোঁৎ কোঁৎ আবেগের চশমা, ধর্মের সম্প্রদায়ের রঙিন চশমা কতো আছে। ইলিয়াসের খোলা চোখের দৃষ্টি সমকালীনতার মূলটুকু দেখে নয়, দাঁত নখ সবই বাজপাখির মতো তড়িঘড়ি ও সোজাসুজি, আর ঠিক সেইটুকুই তিনি লিখতে বসে যান।’[৪]

গল্পের তালিকা[সম্পাদনা]

  • নিরুদ্দেশ যাত্রা
  • উৎসব
  • প্রতিশোধ
  • যোগাযোগ
  • ফেরারী
  • অন্য ঘরে অন্য স্বর

পুরস্কার[সম্পাদনা]

বইটি ১৯৭৬ সালে বাঙলাদেশ লেখক শিবির প্রদত্ত হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার-এ ভূষিত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইলিয়াস, আখতারুজ্জামান (১৯৭৬)। অন্য ঘরে অন্য স্বর। ঢাকা: ইউপিএল। 
  2. শাহাদুজ্জামান (২০০৭)। কথা পরম্পরা : গৃহীত ও ভাষান্তরিত সাক্ষাৎকার। ঢাকা: পাঠক সমাবেশ। 
  3. ইউসুফী, এজাজ (২০১৮)। আখতারুজ্জামান ইলিয়াসের সাক্ষাৎকার ও বিবিধ। ঢাকা: খড়িমাটি। 
  4. হক, হাসান আজিজুল (২০১৬)। আমার ইলিয়াস। ঢাকা: ইত্যাদি গ্রন্থ প্রকাশ। 

বহিঃসংযোগ[সম্পাদনা]