বিষয়বস্তুতে চলুন

শৃঙখল গঠন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কার্বন একই মৌলের পরমাণুর সাথে বিভিন্ন ধরনের শক্তিশালী ও সুস্থিত বন্ধন(Bond) সৃষ্টি করতে পারে।

কার্বনের একটি বিশেষ সত্য হলো এটি একই মৌলের পরমাণুর সাথে বিভিন্ন ধরনের শক্তিশালী ও সুস্থিত বন্ধন(Bond) সৃষ্টি করতে পারে।

একই যৌগের পরমাণুসমূহের মধ্যে বন্ধন সৃষ্টির মাধ্যমে বিভিন্ন ধরনের শিকল গঠনের ধর্মকে ক্যাটিনেশন বা শৃঙখল গঠন বলে।

অথবা, যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি সমযোজী বন্ধনের (এক-বন্ধন, দ্বি-বন্ধন, ত্রি-বন্ধন) সাহায্যে পরস্পর যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করে, কার্বন পরমাণুর সেই বিশেষ ধর্মকে শৃঙখল গঠন বা ইংরেজি পরিভাষায় ক্যাটিনেশন বলে।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র

[সম্পাদনা]