মো: সারওয়ার হোসেন
মো: সারওয়ার হোসেন | |
---|---|
জন্ম | ১৯৬৬ | (বয়স ৫৮)
আনুগত্য | বাংলাদেশ |
সেবা/ | বাংলাদেশ সেনাবাহিনী |
পদমর্যাদা | মেজর জেনারেল |
ইউনিট | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট |
যুদ্ধ/সংগ্রাম | ইউএনআইকেওএম, ওএনইউসিআই |
মো: সরোয়ার হোসেন (জন্ম ১৬ জানুয়ারি, ১৯৬৬)[১] বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক মেজর জেনারেল। ২০১৬ সালের নভেম্বর মাসে তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসাবে নিয়োগ লাভ করেন।[২][৩] অবসর গ্রহণের পর তিনি মো. সারওয়ার হোসেন সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।[৪]
শিক্ষা ও কর্মজীবন
[সম্পাদনা]জেনারেল সারোয়ার ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদায় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরোর পরিচালক ছিলেন তিনি। বাংলাদেশ মিলিটারি একাডেমির ১৫তম ব্যাচের কর্মকর্তা মো: সারওয়ার হোসেন ১৯৮৬ সালের ডিসেম্বরে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ডিজিএফআইতে কাজ করার আগে তিনি খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পার্বত্য শান্তি চুক্তির আগে ও পরে পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালন করেন মো: সারওয়ার হোসেন। ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ৩০৫ ইনফান্ট্রি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন তিনি। মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ভারতের কলেজ অফ ডিফেন্সে ম্যানেজমেন্ট থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন তিনি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর পিএইচডি করছেন এই সেনা কর্মকর্তা। তিনি সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন পত্রিকায় এবং ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করেন।[৫] তার প্রথম বই, “শিরোনামহীন চিন্তা” বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম নিবন্ধের সংগ্রহশালা। “১৯৭১: রেজিসট্যান্স, রেসিলিয়েন্স অ্যান্ড রেডেম্পশন” [৬] বইয়ের লেখক তিনি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি কাজ, ২০১৯ সালে প্রকাশিত হয়।[৭]
জাতিসংঘ মিশন
[সম্পাদনা]মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন তিনি।[৫]
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]পেশাগত ভূমিকার জন্য সেনাবাহিনীর ‘বিশিষ্ট সেবা পদক’ ও ‘সেনা গৌরব পদক’ পেয়েছেন মো: সারওয়ার হোসেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Hossain, Md Sarwar (ডিসেম্বর ২০১৫)। "Chittagong Hill Tracts (CHT) Land Issue: Challenges and Way Ahead" (পিডিএফ): 30।
- ↑ রাষ্ট্রপতির সামরিক সচিব হলেন মেজর জেনারেল সরোয়ার হোসেন। The Daily Ittefaq। ৩ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৬।
- ↑ "Sarwar made military secretary to president"। The Independent। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৬।
- ↑ BonikBarta। "সিমটেক্সের নতুন চেয়ারম্যান মো. সারওয়ার হোসেন"। সিমটেক্সের নতুন চেয়ারম্যান মো. সারওয়ার হোসেন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০১।
- ↑ ক খ গ প্রতিবেদক, নিজস্ব; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার"। bangla.bdnews24.com। ২০১৬-১২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১২।
- ↑ "1971: Resistance, Resilience and Redemption"। The Daily Star। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৮।
- ↑ "President for more research on freedom struggle"। NTV। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৮।
পূর্বসূরী আবুল হোসেন |
ডিজিটাল শেয়ার ২০১৯ |
অনুসৃত দ্বারা শায়িত্ব |