সুনয়নী দেবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুনয়নী দেবী
সুনয়নী দেবী
জন্ম(১৮৭৫-০৬-১৮)১৮ জুন ১৮৭৫
মৃত্যু২৩ ফেব্রুয়ারি ১৯৬২(1962-02-23) (বয়স ৮৬)
জাতীয়তাভারতীয়

সুনয়নী দেবী (১৮ই জুন ১৮৭৫-২৩শে ফেব্রুয়ারি ১৯৬২) একজন খ্যাতিমান ভারতীয় বাঙালি চিত্রশিল্পী। সুনয়নী দেবী জন্ম গ্রহণ করেন কলকাতা তথা ভারতের সম্ভ্রান্ত ঠাকুর পরিবারে। তিনি স্বশিক্ষিত শিল্পী, কোন প্রথাগত প্রশিক্ষণ তিনি নেননি কারো থেকেই। বরং, তার শিল্পী ভাইদের যথা অবনীন্দ্রনাথ, জ্ঞানেন্দ্রনাথ ও সমরেন্দ্রনাথ ঠাকুরের থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ছবি আঁকা শুরু করেন ৩০[১][২] বছর বয়সে।তার আঁকা কয়েকটি বিখ্যাত ছবি হলো 'মা যশোদা', 'নেপথ্যে', 'বাউল' । তার বিবাহ হয় রাজা রামমোহন রায়ের নাতি রজনীমোহন চট্টোপাধ্যায়র সঙ্গে মাত্র ১২[৩] বছর বয়সে।

জন্ম ও পরিবার[সম্পাদনা]

১৮৭৫ সালের ১৮ই জুন[৪] সুনয়নী দেবী ভারতের সম্ভ্রান্ত ঠাকুর পরিবারের গুণেন্দ্রনাথ ঠাকুর ও সৌদামিনী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন[৩][৩]। গুণেন্দ্রনাথ ঠাকুরের ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ভ্রাতা গিরীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। সে দিক থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতৃব্য ছিলেন। বারো বছর বয়সে রজনীমোহন চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন। চিত্রশিল্প বা শিল্পের যে কোন আঙ্গিকেই তার কোন প্রথাগত শিক্ষা না থাকা সত্ত্বেও তিনি একজন নারী হিসেবে যে শিল্প ক্ষেত্রে তার কাজ সুসম্পাদিত করেন সে তথ্য পার্থ মিত্রের বই 'দ্য ট্রায়াম্ফ অফ মর্ডানিজম্ : ইন্ডিয়া'জ্ আর্টিস্ট অ্যান্ড দ্য অ্যাভান্ট্ গ্রেড' (১৯২২-১৯৪৭) থেকে জানতে পারি[৫]

চিত্র শৈলী এবং বিষয়[সম্পাদনা]

'বেঙ্গল আর্ট স্কুল' এর একজন প্রকৃত প্রাচীন চিত্রশিল্পী হওয়ার অনুপ্রেরণায় তিনি লোক পট আঁকেন যা ঠাকুর বাড়ির মহিলাদের মধ্যে খুবই প্রচলিত ও গৃহস্থালিসংক্রান্ত বিষয় ছিল।

দেবীর প্রদর্শনীর মধ্যে রয়েছে:[8]

1908, 10, 12 প্রদর্শনী, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট, কলকাতা

1911 ইউনাইটেড প্রভিন্স এক্সএইচবি। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট, এলাহাবাদ দ্বারা সংগঠিত

1911 ফেস্টিভ্যাল অফ এম্পায়ার, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট জর্জ পঞ্চম এর রাজ্যাভিষেকের জন্য আয়োজিত, ক্রিস্টাল প্যালেস, লন্ডন

1924 ভ্রমণ প্রদর্শনী। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এবং আমেরিকান ফেডারেশন অফ আর্ট, USA দ্বারা আয়োজিত

2004 ম্যানিফেস্টেশন II, দিল্লি আর্ট গ্যালারি, জাহাঙ্গীর আর্ট গ্যালারি, মুম্বাই এবং দিল্লি আর্ট গ্যালারি, নতুন দিল্লি দ্বারা সংগঠিত[9]

2011 সামার মরুদ্যান, চিত্রকূট আর্ট গ্যালারী দ্বারা সংগঠিত,

চিত্র ও সংগ্রহ[সম্পাদনা]

তাঁর আঁকা কয়েকটি বিখ্যাত ছবি হলো 'মা যশোদা', 'নেপথ্যে', 'বাউল'। সুনয়নী দেবীর আঁকা অনেক যাদুঘরের সংগ্রহের অংশ, যার মধ্যে রয়েছে:

• ভারতীয় জাদুঘর কলকাতা

• ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, ব্যাঙ্গালোর

• ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, নতুন দিল্লি

• ন্যাশনাল আর্ট গ্যালারি, চেন্নাই

• শ্রী চিত্র আর্ট গ্যালারি, তিরুবনন্তপুরম

• জগনমোহন প্রাসাদ, মহীশূর

• লখনউ বিশ্ববিদ্যালয়

• রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় যাদুঘর, কলকাতা

• অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, কলকাতা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Singh, Kishore (১০ এপ্রিল ২০১৫)। "It's all relative"Business Standard। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮ 
  2. Helland, Janice (২০১৬)। Local/Global: Women Artists in the Nineteenth Century। Ashgate Publishing। পৃষ্ঠা 66–67। আইএসবিএন 9780754631972 
  3. Sengupta, Subhodh Chandra; Basu, Anjali, সম্পাদকগণ (জানুয়ারি ২০০২)। Samsad Bangali Charitabhidhan (Bibliographical Dictionary) [Saroj Nalini Dutt] (Bengali ভাষায়)। Volume 1 (4th সংস্করণ)। Kolkata: Shishu Sahitya Samsad। পৃষ্ঠা 798। আইএসবিএন 81-85626-65-0 
  4. "Artist Gellary - SUNAYANI DEVI"goaartgallery.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৩ 
  5. Mitter, Partha (২০০৭)। The Triumph of Modernism: India's Artists and the Avant-garde, 1922–1947। Reaktion Books। পৃষ্ঠা 234। আইএসবিএন 978-1-86189-318-5