এম এম শাহীন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এম এম শাহীন
এম এম শাহীন
মৌলভীবাজার-২ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ – ১২ জুন ১৯৯৬
পূর্বসূরীনবাব আলী আব্বাছ খান
উত্তরসূরীসুলতান মোহাম্মদ মনসুর আহমেদ
কাজের মেয়াদ
১ অক্টোবর ২০০১ – অক্টোবর ২০০৬
পূর্বসূরীসুলতান মোহাম্মদ মনসুর আহমেদ
উত্তরসূরীনবাব আলী আব্বাছ খান
ব্যক্তিগত বিবরণ
জন্মমোহাম্মদ মাকসুদ শাহীন
১ আগস্ট ১৯৬০
মৌলভীবাজার
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) (১৯৯৬-২০১৮)
বিকল্পধারা বাংলাদেশ (২০১৮ - ২০২৩)
তৃনমূল বিএনপি (৩০ নভেম্বর ২০২৩ - বর্তমান)
সন্তানরাফিদ শাহীন
প্রাক্তন শিক্ষার্থীসরকারি তিতুমীর কলেজ
পেশাব্যবসায়ী ও রাজনীতিবিদ

এম এম শাহীন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য। তিনি মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

এম এম শাহীন ১ আগস্ট ১৯৬০ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রব ও মাতার নাম সৈয়দা মাহেরু রব। শিক্ষাজীবনে শাহীন সরকারী তিতুমীর কলেজে অধ্যয়নরত অবস্থায় প্রথমে পশ্চিম জার্মানিতে ও পরে যুক্তরাষ্ট্রে গমন করেন।[২]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

এম এম শাহীন ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে ধানের শীষ প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচন করে মৌলভীবাজার-২ আসন থেকে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।[৩] ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচন করে তৎকালীন আওয়ামী লীগ প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।[৪][৫] সংসদ সদস্য হওয়ার পর তিনি পুনরায় বিএনপিতে যোগদান করেন। ২০০৮ সালে পুনরায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জাতীয় পার্টির নবাব আলী আব্বাস খানের কাছে পরাজিত হন।

১৫ নভেম্বর ২০১৮ সালে তিনি বিকল্পধারায় যোগদান করেন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকল্পধারার হয়ে মহাজোটের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পান।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য হলেন এম এম শাহীন"মানবজমিন। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  2. "আবারো চমক দেখাতে পারেন এম এম শাহীন"মানবকণ্ঠ। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. "আবারও চমক দেখাতে পারেন এম এম শাহীন | বাংলাদেশ প্রতিদিন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  5. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  6. "নৌকার মাঝি এম এম শাহীন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮