সরকারি জাহেদা সফির মহিলা কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরকারী জাহেদা সফির মহিলা কলেজ
নীতিবাক্যশিক্ষাই আলো
ধরনসরকারি কলেজ
স্থাপিত৯ জুন ১৯৬৭
অধ্যক্ষঅধ্যাপক স্বদেশ চন্দ্র সাহা
ঠিকানা
গেইটপাড়
, ,
শিক্ষাঙ্গনশহর
সংক্ষিপ্ত নামস.জা.স.ম.ক
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ
ওয়েবসাইটgzsmcjamalpur.com

সরকারী জাহেদা সফির মহিলা কলেজ জামালপুর সদর উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি সরকারি কলেজ [১] আধুনিক সুযোগ সুবিধাসহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে।[২]

ইতিহাস[সম্পাদনা]

১৯৬৭ সালের ৯ জুন সরকারী জাহেদা সফির মহিলা কলেজ এক সভায় কলেজটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। শুরুতে কলেজটি টিনের চালা ঘরে শিক্ষা কার্যক্রম শুরু করে। স্বাধীনতার পর ১৯৮০ সালের ১লা মার্চ কলেজটি জাতীয়করণ কর হয়। কলেজটির মোট জমির পরিমাণ ৪.৩৭। কলেজটিতে ১২টি বিষয়ে স্নাতক পর্যায়ে পাঠ দান করা হয়। কলেজ প্রতিষ্ঠা লগ্ন হতেই উচ্চমাধ্যমিক পর্যায়ে যুক্তিবিদ্যা ও পরবর্তীতে স্নাতক পর্যায়ে দর্শন বিষয় অনুমোদিত হয়।

অনুষদসমূহ[সম্পাদনা]

উচ্চ মাধ্যমিক

  • মানবিক বিভাগ,[৩]
  • ব্যবসায় শিক্ষা,
  • বিজ্ঞান বিভাগ,[৪]

স্নাতক

  • বি.এ,
  • বি.এস.এ.
  • বি.বি.এস,

সুবিধাদি[সম্পাদনা]

শিক্ষার্থীদের জ্ঞানার্জনের চাহিদা পূরণের জন্য একটি গ্রন্থাগার রয়েছে। সেখানে প্রায় ১২০০০ বইয়ের সংগ্রহশালা রয়েছে । কলেজে কম্পিউটার শিক্ষার জন্য অত্যাধুনিক একটি কম্পিউটার ল্যাব রয়েছে। ডিজিটাল সামগ্রী নির্ভর পাঠদানের লক্ষ্যে মল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালু করা হয়েছে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সরকারী জাহেদা সফির মহিলা কলেজ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  2. "জামালপুরে জাহেদা সফির মহিলা কলেজে সমকাল সুহৃদের কমিটি গঠিত"দৈনিক সমকাল। ৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৫ 
  3. "জামালপুরের আট সরকারি কলেজে অকৃতকার্য দুই হাজার ৫৮৬ জন"দৈনিক কালেরকন্ঠ। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৮ 
  4. "সরকারি জাহেদা সফির মহিলা কলেজ"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]