দনিয়া কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দনিয়া কলেজ
নীতিবাক্যশিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও
ধরনবেসরকারি কলেজ
স্থাপিত১৯৮৪ [১]
অধ্যক্ষমোহম্মদ আলমগীর মিয়া
অবস্থান,
শিক্ষাঙ্গনঢাকা শহর
সংক্ষিপ্ত নামদক
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
ওয়েবসাইটওয়েবসাইট
মানচিত্র

দনিয়া কলেজ যাত্রাবাড়ি, ঢাকায় অবস্থিত বাংলাদেশের একটি বেসরকারি কলেজ [২] এই কলেজটি "দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ" নামে পরিচিত। [৩] আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে।


দনিয়া কলেজ

ইতিহাস[সম্পাদনা]

দনিয়া কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান । ঢাকা শহরের যাত্রাবাড়ির শনিরআঁখড়া এর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। এই প্রতিষ্ঠান সন্ত্রাস রাজনীতি ও ধূমপান থেকে মুক্ত। ছাত্রদের একটি ভাল সংখ্যা প্রতি বছর ফলাফল কহতব্য তৈরি করছেন। দক্ষিণ ঢাকার অন্যতম বৃহৎ কলেজ হচ্ছে এই দনিয়া কলেজ। প্রায় ১২ হাজার শিক্ষার্থী দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখান এসে পড়াশোনা করছে। এই কলেজের রয়েছে নিজস্ব ক্যাম্পাস। রয়েছে শ্রেষ্ঠ ফলাফলের খেতাব। তাছাড়া একটা কলেজ পরিচালিত করার জন্য আনুসাঙ্গিক যা যা প্রয়োজন সবই রয়েছে এই কলেজের।

ভর্তির যোগ্যতা[সম্পাদনা]

অনার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী এস.এস.সি এবং এইচ.এস.সি উভয় পরীক্ষায় গড়ে জিপিএ ৪.০০ থাকতে হয়। আর মাস্টার্সের ভর্তি অনার্সের ফলাফলের উপর ভিত্তি করে নির্ধারিত হয়।

এইচ.এস.সি লেভেলে ভর্তি হওয়ার জন্য এস.এস.সি তে যথাক্রমে বিজ্ঞান বিভাগ জিপিএ ৪.২৫, ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ ৩.৭৫ ও মানবিক বিভাগ জিপিএ ৩.০ থাকতে হয়।

অনুষদ সমূহ[সম্পাদনা]

  • বাংলা
  • ইংরেজি
  • ব্যবস্থাপনা
  • হিসাববিজ্ঞান
  • ফিন্যান্স ও ব্যাংকিং
  • মার্কেটিং
  • পরিসংখ্যান
  • অর্থনীতি
  • রাষ্ট্রবিজ্ঞান
  • ভূগোল

অবস্থান[সম্পাদনা]

দনিয়া কলেজ দনিয়া ইউনিয়ন পরিষদে অবস্থিত। এটি ঢাকার একটি সুনাম ধন্য কলেজ।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. স্নাতক ভর্তি | কেমন কলেজ চাই ক্যম্পাস বিডি
  2. "Welcome Dania College"Dania College। ২১ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৫ 
  3. দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] তথ্য বাতায়ন

বহিঃসংযোগ[সম্পাদনা]