বিষয়বস্তুতে চলুন

কতুলু রবি কুমার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কতুলু রবি কুমার
২০১২ লন্ডন অলিম্পিকে কতুলু রবি কুমার
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্ম (1988-04-24) ২৪ এপ্রিল ১৯৮৮ (বয়স ৩৬)
বারহামপুর, ওড়িশা, ভারত
ক্রীড়া
দেশভারত
ক্রীড়াভারোত্তোলন
পদকের তথ্য
পুরুষদের ভারোত্তোলন
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
কমনওয়েলথ গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৪ গ্লাসগো পুরুষদের ৭৭ কেজি
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১০ নিউ দিল্লি পুরুষদের ৭৭ কেজি

কতুলু রবি কুমার (ইংরেজি: Katulu Ravi Kumar), (জন্ম ২৮ এপ্রিল ১৯৮৮) একজন ভারতীয় ভারোত্তোলক। ২০১o কমনওয়েলথ গেমসে ৭৭ কেজি ওজনের শ্রেণীতে স্বর্ণ পদক জিতেছেন [] এবং ২০১৪ কমনওয়েলথ গেমসে, ৭৭ কেজি ওজনের শ্রেণীতে রৌপ্য পদক লাভ করেন।

পটভূমি

[সম্পাদনা]

কে. রবি কুমার উড়িষ্যার ব্রহ্মপুরের অধিবাসী। তিনি ভীর হুমায়ুন ক্লাবে ভারোত্তোলনের প্রশিক্ষণ শুরু করেন। তিনি মূলত একজন বডিবিল্ডার ছিলেন এবং ৭ বছর ধরে শরীরচর্চা করতেন, পরে তিনি ভারোত্তোলনের প্রশিক্ষণ শুরু করেন। তার প্রশিক্ষক নারায়ণ সাহু এর পরামর্শ পরে তিনি ভারোত্তোলন প্রতি তার মনোযোগ পরিবর্তন করেন, যা শেষ পর্যন্ত তাকে একটি অসামান্য ভারোত্তোলক হতে সাহায্য করেছে। ২০১০ সালের কমনওয়েলথ গেমসের মাত্র তিন বছর আগে তিনি ভারোত্তোলন শুরু করেছিলেন এবং মোট ৩২১ কেজি (৭০৮ পাউণ্ড) ওজন উত্তোলন করে রেকর্ড গড়ে স্বর্ণ পদক জিতেছিলেন। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি অনেক রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ভারত সরকার তাকে অর্জুন পুরস্কারের দ্বারা সন্মানিত করছে। এর আগে ছয় জন ওড়িয়া এই সম্মান পেয়েছেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

২০০৭, এশিয়ান জুনিয়র ওয়েটফাইটিং চ্যাম্পিয়নশিপ, জর্ডান, মালয়েশিয়া

[সম্পাদনা]

২০০৭ সালে জর্ডানে অনুষ্ঠিত এশিয়ান জুনিয়র ওয়েটফাইটিং চ্যাম্পিয়নশিপে রবি কুমার একটি রৌপ্য পদক জিতেছিলেন।[]

২০০৯, কমনওয়েলথ গেমস, পেনাং, মালয়েশিয়া

[সম্পাদনা]

২০০৯ সালে মালয়েশিয়ার পেনাং এ অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে রবি কুমার ৩ টি স্বর্ণ পদক জিতেছিলেন।[]

২০১০, কমনওয়েলথ গেমস, নিউ দিল্লি, ভারত

[সম্পাদনা]

২০১০ সালে, নিউ দিল্লি অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে রবি কুমার ৩ টি স্বর্ণ পদক জিতেছিলেন। তিনি ৬৯ কেজির ওজনের শ্রেণীতে মোট ৩২১ কেজি (স্নেচে ১৪৭ কেজি এবং ক্লিন ও জার্কে ১৭৫ কেজি উত্তোলন করেন।

২০১১, সিনিয়র ওয়েট লিফ্টিং চ্যাম্পিয়নশিপ , টঙ্গলিং, চীন

[সম্পাদনা]

২০১১ সালে, টঙ্গলিং, চীনে অনুষ্ঠিত সিনিয়র ওয়েট লিফ্টিং চ্যাম্পিয়নশিপে রবি কুমার ৩ টি ব্রোঞ্জ পদক জিতেছিলেন।[]

২০১২, গ্রীষ্মকালীন অলিম্পিক, লন্ডন, ইংল্যান্ড

[সম্পাদনা]

২০১২ সালে, লন্ডন, ইংল্যান্ডে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতের হয়ে রবি কুমার পুরুষদের ভারোত্তোলনে লাইটওয়েট ওজনের শ্রেণীতে অংশ নেন এবং ১৫ তম স্থান পান।[]

২০১৪, কমনওয়েলথ গেমস, গ্লাসগো, স্কটল্যান্ড

[সম্পাদনা]

২০১8 সালে, গ্লাসগো, স্কটল্যান্ড অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে রবি কুমার ৭৭ কেজি ওজন শ্রেণীতে রৌপ্য জিতেছিলেন। তিনি মোট ৩১৭ কেজি (স্নেচে ১৪২ কেজি এবং ক্লিন ও জার্কে ১৭৫ কেজি) উত্তোলন করেন।[] প্রথম হন ভারতীয় ভারোত্তোলক সতিশ সিভলিংগম, যিনি একটি নতুন গেমস রেকর্ড স্থাপন করেন। []

বর্তমান জীবন

[সম্পাদনা]

২০১৬ সালে, রবি কুমারকে উড়িষ্যা সরকার রাজ্যের পুলিশ বাহিনীতে ডিএসপি পদে নিয়োগ করেছে। একটি সরকারী বিবৃতি অনুযায়ী, তিনি প্রথম ক্রীড়াবিদ যাকে শীর্ষ পদে নিয়োগ করেছে উড়িষ্যা সরকার। তার নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।[] ২০১৮ কমনওয়েলথ গেমসে ভারতীয় দলে নির্বাচিত না হওয়াতে তিনি ইতিমধ্যেই ২০১৮ এশিয়ান গেমস ও বিশ্ব ওয়েট লিফ্টিং চ্যাম্পিয়নশিপস এর জন্য প্রশিক্ষণ শুরু করেছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. S. Sabanayakan. Ravi Kumar, Renu Bala win India's first golds.
  2. "About Katulu Ravi Kumar"www.timesofindia.indiatimes.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৯ 
  3. "Ravi Kumar Katulu Bio, Stats, and Results"Olympics at Sports-Reference.com (ইংরেজি ভাষায়)। ১৬ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭ 
  4. "Glasgow 2014 - Men's 77kg Group A"g2014results.thecgf.com (স্পেনীয় ভাষায়)। ২০১৫-০৯-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২৪ 
  5. "Glasgow 2014 - Men's 77kg Group A"g2014results.thecgf.com (Eng ভাষায়)। ১৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭ 
  6. "Odisha government appoints weightlifter K Ravi Kumar as DSP in police force"www.timesofindia.indiatimes.com (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৬-০২। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৯ 
  7. "Ravi targets Asiad glory"www.timesofindia.indiatimes.com (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৩-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৯