ব্যবহারকারী আলাপ:Prof Chatterjee

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প তে যোগদানের অনুরোধ[সম্পাদনা]

সুপ্রিয় Prof Chatterjee,
বাংলা উইকিপিডিয়ায় যোগদানের জন্য আপনাকে ধন্যবাদ। মার্চ ২০১৮ থেকে উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথন শুরু হয়েছে। চলবে আগামী মে মাস অব্ধি। এখনই নিবন্ধন করুন এখানে। মূল পাতা এটি। নতুন পাতার তালিকা এটি। কিছু সমস্যা হলে জানান আমাদের। এখানে জানাতে পারেন আমাকে। অংশগ্রহণকারীদের তালিকা এটি

প্রতি মাসে প্রত্যেকটি অংশগ্রহণকারী সম্প্রদায়কে সেই মাসের তাদের অবদানের উপর ভিত্তি করে তিনটি ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারগুলি যথাক্রমে ৩০০০, ২০০০ ও ১০০০ টাকা হবে। তিন মাস ব্যাপী প্রতিযোগিতা শেষে, সম্প্রসারিত বা তৈরি করা সর্বাধিক সংখ্যক নিবন্ধ যে সম্প্রদায় বানাবে সেই সম্প্রদায় একটি সামগ্রিকভাবে পুরস্কার লাভ করবে। তাতে বিজয়ী সম্প্রদায়ের জন্য ৩ দিনের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা হবে। আগাম শুভেচ্ছা ও ধন্যবাদ। সুমিতা রায় দত্ত ১৫:৫১, ১৩ এপ্রিল ২০১৮ (ইউটিসি)