প্রিয়া তুমি সুখী হও

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রিয়া তুমি সুখী হও
পরিচালকগীতালি হাসান
রচয়িতাগীতালি হাসান
উৎসকাজী নজরুল ইসলাম কর্তৃক 
অতৃপ্ত কামনা
শ্রেষ্ঠাংশে
সুরকারবিনোদ রায়
চিত্রগ্রাহকজেড এইচ মিন্টু
সম্পাদকএম এইচ সোহেল
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকইমপ্রেস টেলিফিল্ম
মুক্তি
  • ১৫ জুলাই ২০১৪ (2014-07-15) (ব্লকবাস্টার সিনেমাস)
  • ২৯ জুলাই ২০১৪ (2014-07-29) (চ্যানেল আই)
স্থিতিকাল১০৯ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

প্রিয়া তুমি সুখী হও ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন গীতালি হাসান। এটি গীতালি হাসানের প্রথম চলচ্চিত্র। ছবিটি প্রযোজনা ও পরিবেশনা করে ইমপ্রেস টেলিফিল্ম। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ফেরদৌস আহমেদশায়লা সাবি। এটি শায়লা সাবি অভিনীত প্রথম চলচ্চিত্র।[১][২]

২০১৪ সালের ১৫ই জুলাই ব্লকবাস্টার সিনেমাসে চলচ্চিত্রটি উদ্বোধনী প্রদর্শনী হয় ও পরবর্তীতে ২৯শে জুলাই চ্যানেল আইয়ে ছবিটি মুক্তি দেওয়া হয়।[৩] ছবিটির গানে কণ্ঠ দিয়ে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রুনা লায়লা শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে পুরস্কার লাভ করেন।[৪]

কুশীলব[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন বিনোদ রায়। গীত রচনা করেছেন আনিস-উল-ইসলাম, বিনোদ রায় ও গীতালি হাসান। এছাড়া কাজী নজরুল ইসলাম রচিত ও সুরারোপিত একটি গান ছবিতে ব্যবহৃত হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সামিনা চৌধুরী, রিজিয়া পারভীন, পারভেজ, বিজন মিস্ত্রী, স্মরণ ও আসিফ।

পুরস্কার[সম্পাদনা]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'প্রিয়া তুমি সুখী হও' চলচ্চিত্রে ফেরদৌস-শায়লা"প্রিয়.কম। ৩০ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "নজরুলের গল্প নিয়ে 'প্রিয়া তুমি সুখী হও'"দৈনিক প্রথম আলো। ৩০ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৮ 
  3. "'প্রিয়া তুমি সুখি হও' চলচ্চিত্রের প্রিমিয়ার শো"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৪ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৮ 
  4. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা"দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]