টেমপ্লেট আলোচনা:দেওবন্দি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সংশোধন[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: ভুল তথ্য দেওয়া হয়েছে। জামাআতে ইসলামি দেওবন্দের সহযোগী কোন সংগঠন নয়। Owais Bin Elias (আলাপ) ১৫:৩৮, ২৯ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ হল বাংলাদেশের সবচেয়ে বড় দেওবন্দি সংস্থা। Owais Bin Elias (আলাপ) ১৫:৪১, ২৯ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
Owais Bin Elias, এই টেমপ্লেটটা বেশ কিছু নিবন্ধে ব্যবহৃত হয়েছে। সময় পেলে এই টেমপ্লেটের অনুপস্থিত নিবন্ধগুলি সৃষ্টি করুন (ডেক্সটপ মুডে গেলে দেখতে পাবেন, পাতার একদম নীচে ডেক্সটপ মুডে যাওয়ার লিঙ্ক পাবেন)। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৭, ১০ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: আচ্ছা, একটি প্রশ্নের উত্তর চাই। সহযোগী সংগঠন হিসেবে জামাআতে ইসলামির নাম কিভাবে দিলেন?? এতবড় মিথ্যা একটি তথ্য এখানে কিভাবে যুক্ত হল?? কোন তথ্যসূত্রের আলোকে দেওয়া হল??? Owais Bin Elias (আলাপ) ২৩:০৫, ১০ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
Owais Bin Elias, সকল রাজনৈতিক দল কোন মাযহাব বা কিসের অনুসারি এই সম্পর্কে খুব ধারণা নেই, কোথাও দেখে যোগ করেছিলাম। ভুল হলে সরিয়ে নিন। সবসময় সরানোর সময় সারংশে কারণ লিখবেন যাতে অন্য কেউ বুঝতে পারে তা কেন সরানো হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:২১, ১০ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সতর্কতা[সম্পাদনা]

@Safi Mahfouz: ভাই, কোন কিছু করার আগে, ভাল করে বুঝে নিবেন। আপনি একটা টেমপ্লেটে পরিবর্তন করার কারণে, এই টেমপ্লেট যত জায়গায় আছে সব জায়গায় সমস্যা দেখা দিয়েছে। তাই আমি সম্পাদনাগুলো বাতিল করলাম। - ওয়াইস আলাপ ১৩:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Owais Al Qarni: ধন্যবাদ ভাই!! আমিও সমস্যাটি দুর করার জন্য অনেকবার চেষ্টা করেছিলাম। পারিনি। যাহোক, আজ আপনার সাথে এতবার আলাপ হয়ে ভাল লাগল। সাফী মাহফূজ (বলুন শুনছি) ১৩:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Safi Mahfouz: ঠিক করা হয়েছেআল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:৫৭, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Al Riaz Uddin Ripon:

ধন্যবাদ ভাই সাফী মাহফূজ (বলুন শুনছি) ১৪:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]