বিশ্বনাথ মুখার্জী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিশ্বনাথ মুখার্জী (১৮৯৯ - ১০ ডিসেম্বর ১৯৭৪) একজন ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী।[১]

বিশ্বনাথ মুখার্জী অনুশীলন সমিতি ও হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েসন দলের বিশিষ্ট সভ্য ছিলেন। স্বাধীনতা আন্দোলনের কাজে তিনি যতীন্দ্র নাথ দাসশচীন্দ্রনাথ সান্যালের সহযোগী ছিলেন। দক্ষিণেশ্বর বোমার ষড়যন্ত্র, অর্থসংগ্রহের চেষ্টায় রাজনৈতিক ডাকাতি প্রভৃতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এর জন্য কয়েকবার কারারুদ্ধ হন।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. স্বাধীনতা সংগ্রামী চরিতাভিধান - ডাঃ ননীগোপাল দেবদাস
  2. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৪৯০। আইএসবিএন 978-8179551356