টিপু সুলতান (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাননীয় 
টিপু সুলতান 
জাতীয় সংসদ 
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০১৪
ব্যক্তিগত বিবরণ
জন্ম৫ জানুয়ারি, ১৯৬৭
রাজনৈতিক দলবাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

শেখ মোঃ টিপু সুলতান (জন্মঃ ৫ জানুয়ারি, ১৯৬৭) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ২০১৪ সাল থেকে জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[১] তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক।[২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

টিপু সুলতান ১৯৬৭ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

শিক্ষা জীবন[সম্পাদনা]

টিপু সুলতান বিএ ও এলএলবি ডিগ্রী অর্জন করেছেন।

কর্মজীবন[সম্পাদনা]

পেশাগত জীবনে টিপু সুলতান একজন উকিল। এছাড়া তিনি একজন নির্বাচিত সাংসদ।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

টিপু সুলতান তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য। তিনি ওয়ার্কার্স পার্টি থেকে নির্বাচিত সাংসদ। তার নির্বাচনী এলাকা হলো বরিশাল-৩। এটি বরিশাল জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১২১নং আসন। আসনটি বরিশাল জেলার মুলাদী উপজেলাবাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। বাংলাদেশ যুব মৈত্রীর বরিশাল জেলা শাখার সভাপতি হিসেবে টিপু সুলতান দায়িত্ব পালন করেছেন।[৩]

সংসদ নির্বাচন ২০১৪[সম্পাদনা]

২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে মোট ৫৯,০০৯টি ভোট পড়ে। এর মধ্যে ৩৫,৬০২টি ভোট পেয়েছেন টিপু সুলতান, যা মোট ভোটের ৬০.৩%। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু পেয়ছেন ২৩,৪০৭টি ভোট, যা মোট ভোটের ৩৯.৭%%।

পারিবারিক জীবন[সম্পাদনা]

পারিবারিক জীবনে টিপু সুলতান ২ জন কন্যা সন্তানের জনক।[৪]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Constituency 121_10th_En"। Parliament.gov.bd। ২০১৯-০১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-২০ 
  2. "শেখ টিপু সুলতান এমপি একজন সাদা মনের মানুষ"Bartoman Somoy (ইংরেজি ভাষায়)। ২০১৭-১২-২১। ২০১৮-০১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৪ 
  3. Barisal., Wherever you are, stay with। "বরিশাল-৩ আসনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী ঘোষণা"। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৪ 
  4. "বরিশাল-৩ আসনের সাংসদ টিপু সুলতানকে পিতা দাবী, টিপুর অস্বীকার"barisaltribune (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৪