বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:জুবায়ের মাহমুদ খান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mmrsafy কর্তৃক ৭ বছর পূর্বে "Kpop বিষয়ে" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

[সম্পাদনা]

Kpop বিষয়ে

[সম্পাদনা]

সম্মানিত সদস্য, আপনার নতুন নিবন্ধ Kpop এ বেশ কিছু মারাত্মক ভুল ও অসঙ্গতি লক্ষ্য করলাম। প্রথমতঃ নিবন্ধের নাম বাংলায় দিতে হবে, যদি বিদেশী শব্দের আলাদা বাংলা প্রতিশব্দ না থাকে তবে ঐ শব্দের বাংলা উচ্চারণ লিখে নিবন্ধের নামকরণ করবেন। যেমনঃ কে-পপ। দ্বিতীয়তঃ ফেসবুকে লিখা আর উইকিপিডিয়ায় লিখা সম্পূর্ণ আলাদা ব্যাপার। Music, Social Networking Site, classical music ইত্যাদি শব্দগুলো ফেসবুকে মানায়, উইকিপিডিয়ায় নয়, এই শব্দ ব্যবহার না করে এদের সুন্দর বাংলা অর্থ আছে তা ব্যবহার করতে হবে। আর সবচেয়ে মারাত্মক ভুল হলো আপনার নিবন্ধে কোন তথ্যসূত্র নেই। তথ্যসূত্র ছাড়া সেই নিবন্ধ ডিলিট করা হতে পারে। তথ্যসূত্র এবং আরো তথ্যের জন্য k-pop নিয়ে লেখা ইংরেজী উইকিপিডিয়ার এই নিবন্ধ K-pop থেকে সহায়তা পেতে পারেন। ধন্যবাদ Mmrsafy (আলাপ) ১৯:১৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন