বিষয়বস্তুতে চলুন

সানিয়া সুলতানা লিজা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সানিয়া সুলতানা লিজা
লিজা
জন্মনামসানিয়া সুলতানা লিজা
জন্ম২২ ডিসেম্বর, ১৯৯৩
ময়মনসিংহ, বাংলাদেশ
ধরনআধুনিক, ক্ল্যাসিক্যাল, ফিল্ম স্কোর, পপ
পেশাসঙ্গীতশিল্পী
বাদ্যযন্ত্রকন্ঠ
কার্যকাল২০০৮–বর্তমান
লেবেলজি সিরিজ, সিএমভি, ধ্রুব মিউজিক স্টেশন

সানিয়া সুলতানা লিজা (জন্ম:২২ ডিসেম্বর, ১৯৯৩), অধিক পরিচিত লিজা নামে, একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী।[] তিনি ২০০৮ সালে এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় প্রথম হন।[][][][][][][][][১০] ২০২৩ সালে আরটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান 'ইয়াং স্টার সিজন ২’ তে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন লিজা। [১১]

গানের ভূবনে যাত্রা শুরু প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন সময়ে এক শিক্ষিকার উৎসাহে। লিজা তখন পড়তেন গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের শিক্ষিকা রাবেয়া খানমের পরামর্শে বাবা তাকে ভর্তি করে দিলেন ‘গৌরীপুর সঙ্গীত নিকেতন’-এ। এখানে তিনি বছর তিনেক উচ্চাঙ্গ, পল্লী আর আধুনিক গান শিখেছিলেন। তারপর লিজা গান শিখেছেন ময়মনসিংহ শিল্পকলা একাডেমীর শিক্ষক আনোয়ার হোসেন আনুর কাছে। এই ওস্তাদজী তাকে শিখিয়েছেন ক্ল্যাসিক্যাল, আধুনিক গান। মিডিয়াতে তিনি যাত্রা শুরু করেন নতুন কুঁড়ি (২০০৪)- এ অংশগ্রহণের মাধ্যমে।[][১২][১৩][১৪][১৫][১৬]

লিজা ভালো ব্যাটমিন্টন খেলেন। ২০০৩ সালে জাতীয় পর্যায়ে মেয়েদের ব্যাটমিন্টন প্রতিযোগিতায় দ্বিতীয় হন লিজা। স্কুল জীবনে ষষ্ঠ থেকে একেবারে দশম শ্রেণী পর্যন্ত শীতকালীন খেলাধুলা প্রতিযোগিতায় একটানা পাঁচ বার ময়মনসিংহ জেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন। ২০০৯ সালে ময়মনসিংহে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়েছেন।[১৭][১৮][১৯] দেশাত্ববোধক গান গেয়ে ৩ বার জাতীয় পুরস্কার পেয়েছেন। ২০০৩ সালে অনুষ্ঠিত সারা দেশে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। ২০০৬ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দেশাত্মবোধক ও পল্লিগীতি—দুই ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছিলেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ইসলামিক গানে রৌপ্যপদক পেয়েছিলেন।

শিক্ষাজীবন

[সম্পাদনা]

২০০৮ সালে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১০ সালে শিক্ষা নগরী ময়মনসিংহের ঐতিহ্যবাহী শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকার ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন।

সঙ্গীত জীবন

[সম্পাদনা]

২০০৮ সালে তুমুল জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ক্লোজআপ ওয়ানের মুকুট জয় করেন। তার প্রথম একক অ্যালবাম তৌসিফ ফিচারিং লিজা পার্ট-১ প্রকাশিত হয় ২০১২ সালে,[২০] দ্বিতীয় একক অ্যালবাম পাগলি সুরাইয়া প্রকাশিত হয় ২০১৫ সালে।[২১][২২] প্লেব্যাকও করেছেন ৫০টিরও বেশি সিনেমাতে।[২৩][২৪] গানের মিশ্র অ্যালবাম বেরিয়েছে ৫০টিরও বেশি।[২৫][২৬][২৭] লন্ডনভিত্তিক বলিউডের গানের চ্যানেল বিফোরইউ মিউজিক-এ প্রথম বাংলাদেশি গায়িকা হিসেবে চ্যানেলটিতে প্রচার হয় লিজার মিউজিক ভিডিও 'পাগলী সুরাইয়া'।[২৮][২৯] তৌসিফের কম্পোজিশনে এ মনের আঙ্গিনায়/তোরই তো ঠিকানা গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি। এ ছাড়া এই তো ভালোবাসা চলচ্চিত্রের জন্য গাওয়া লিজা ও তৌসিফ এর টাইটেল সঙ ‘‘এই তো ভালোবাসা’’ বর্তমান তরুণ প্রজন্মসহ সব শ্রেণীর শ্রোতা হৃদয় জয় করে নিয়েছে। ২০১৫ সালে প্রকাশিত পাগলী সুরাইয়া অ্যালবাম এর পাগলী সুরাইয়া গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা লাভ করে।[৩০] উপস্থাপনায়ও বেশ সুনাম রয়েছে তাঁর।[৩১] ২০২৩ সালে তরুণ সংগীত শিল্পীদের অংশগ্রহণে আরটিভির রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ সিজন টু তে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন লিজা। [৩২]

একক অ্যালবাম

[সম্পাদনা]
বছর শিরোনাম লেবেল
২০১২ তৌসিফ ফিচারিং লিজা পার্ট-১ জি সিরিজ
২০১৫ পাগলী সুরাইয়া ডেডলাইন মিউজিক

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
ক্রম চলচ্চিত্রের নাম (সাল)
০১ এইতো ভালবাসা (২০১২)
০২ ও আমার দেশের মাটি (২০১২)
০৩ তারকাঁটা (২০১৪)
০৪ ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল (২০১৫)
০৫ ভোলাতো যায় না তারে (২০১৫)
০৬ আয়না সুন্দরি (২০১৫)
০৭ গহীন বালুচর (২০১৭)[৩৩][৩৪]
০৮ সুলতানা বিবিয়ানা (২০১৭ )
০৯ আব্বাস (২০১৯ )
১০ জয় নগরের জমিদার (২০২০)[৩৫]
১১ শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২(২০২২)[৩৬]
১২ আদম (২০২৩)
১৩ বৃদ্ধাশ্রম (২০২৩)

একক সঙ্গীত

[সম্পাদনা]
  • ২০১৭ - ভালোবাসি বলা হয়ে যাক [৩৭]
  • ২০১৮ - আসমানি [৩৮]
  • ২০১৯ - প্রান জুড়ে [৩৯]
  • ২০১৯ - এক যমুনা [৪০]
  • ২০১৯ - এক বৃষ্টিতে [৪১]
  • ২০১৯ - তোমার স্মৃতিটুকু [৪২]
  • ২০২০ - ভাবনা [৪৩]
  • ২০২১ - বাংলা ভাষা [৪৪]
  • ২০২১ - পাখি [৪৫]
  • ২০২২- চাই তোমায়
  • ২০২২- ফেরেনা হারানো দিনগুলো
  • ২০২৩- ভালোবাসা নয় সেকি
  • ২০২৩- যতনে
  • ২০২৩- তুমি যে আমার স্বাধীনতা
  • ২০২৪- পূর্ণিমা চাঁদ
  • ২০২৪- বাবা তুমি আমার

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]
  • ২০০৮ - ক্লোজআপ ওয়ান (বিজয়ী)
  • ২০১৪ - এজেএফবি অ্যাওয়ার্ড সেরা কণ্ঠশিল্পী (নারী)
  • ২০১৫ - ডালিউড অ্যাওয়ার্ড সেরা কণ্ঠশিল্পী (নারী)
  • ২০২২ - স্টার প্লাস কমিউনিকেশন অ্যাওয়ার্ডস সেরা কণ্ঠশিল্পী (নারী)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "হাসিমাখা লিজা"। ২০১৬-০৮-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-২২ 
  2. "Liza wins the much-coveted crown"। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৯ 
  3. "ফিরলেন লিজা"। ২০২০-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৮ 
  4. "প্রাণচঞ্চল লিজা"jaijaidinbd.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৮ 
  5. ""I can't live without music"…Liza"। সংগ্রহের তারিখ ২০১৫-১০-০৪ 
  6. "নাচে-গানে লিজা!"। সংগ্রহের তারিখ ২০১৫-০২-১৫ 
  7. "পেশা হিসেবে গান নয়: 'ক্লোজ আপ ওয়ান তারকা'access-date=2014-04-29"। ২০১৪-০৫-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২৫ 
  8. "Liza set to release new solo album"। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১০ 
  9. "বহুরূপী লিজা | banglanews24.com"banglanews24.com। ২০১৬-০৯-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৮ 
  10. "সরব লিজা"। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৮ 
  11. "প্রচার শুরু আরটিভির জনপ্রিয় রিয়েলিটি শো 'ইয়াং স্টার সিজন-২'-"। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৪ 
  12. "LOVE OF MY LIFE - LIZA"। ২০১৫-০৮-১৪। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৮ 
  13. "নাচে গানে লিজা"। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-২২ 
  14. "গান গেয়ে পরিচয়"। সংগ্রহের তারিখ ২০১৬-০১-১৪ 
  15. "লিজার স্ফুরণ"। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-৩০ 
  16. "সুরকন্যা লিজা"। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-০৩ 
  17. "'গান-খেলা দুটিই চালিয়ে যেতে চাই'"। ২০২০-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-১৬ 
  18. "আগামীতে ভালো খেলার প্রস্তুতি নিয়েই মাঠে নামবো"। সংগ্রহের তারিখ ২০১৩-০১-২৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  19. "লিজা গান জানেন, ব্যাডমিন্টনও খেলেন"। সংগ্রহের তারিখ ২০১৫-০২-০১ 
  20. "আসছে লিজার অ্যালবাম"। সংগ্রহের তারিখ ২০১৪-১১-১৯ 
  21. "প্রকাশিত হলো লিজার 'পাগলী সুরাইয়া'"। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১৫ 
  22. "ঈদে লিজার 'পাগলী সুরাইয়া'"। ২০১৬-০৯-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-০৮ 
  23. "আবারও দ্বৈত গানে তৌসিফ-লিজা"। ২০২০-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-০১ 
  24. "'নিয়মিত প্লেব্যাক করছি'"। সংগ্রহের তারিখ ২০১৫-১০-০৮ 
  25. "একসঙ্গে লিজা ও নদী"। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-২৬ 
  26. "তিন ভাষায় কনা-লিজার গান"। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-৩১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  27. "লিজা ও নদীর 'চাঁদমুখ'"। ২০১৬-০৮-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-২৭ 
  28. "বিফোরইউ মিউজিকে লিজা"। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-২৭ 
  29. "হাবিবের পর বিফোরইউ মিউজিকে লিজা"। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-২৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  30. "পাগলি সুরাইয়া"। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-৩০ 
  31. "এই গান এই উপস্থাপনা"। সংগ্রহের তারিখ ২০১৪-১১-১৩ 
  32. "প্রচার শুরু আরটিভির জনপ্রিয় রিয়েলিটি শো 'ইয়াং স্টার সিজন-২'-"। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৪ 
  33. "অনুদানের চলচ্চিত্রে লিজা"। সংগ্রহের তারিখ ২০১৬-১১-১৫ 
  34. "অনুদানের চলচ্চিত্রে লিজা"। ২০২০-০৭-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১১-১৫ 
  35. "বছরের প্রথম ছবি: বিরক্ত দর্শক, ক্ষুদ্ধ হল মালিক"। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১১ 
  36. "বাপ্পি-অপুর বিয়ের গানে ইমরান-লিজা"। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২ 
  37. "Liza pins high hope on her new music video"। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-১০ 
  38. "Liza hits another mark"। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৫ 
  39. "লিজার প্রাণের মধ্যে কে?"। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৩ 
  40. "Ek Jamuna: Habib Ft Liza single coming out tomorrow"। ২০২০-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১২ 
  41. "Liza's new video song on her YouTube channel"। ২০১৯-১২-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৯ 
  42. "'তোমার স্মৃতিটুকু' নিয়ে আসছেন লিজা"। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৪ 
  43. "হৃদয়-লিজার 'ভাবনা'"। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৪ 
  44. "ভাষাসৈনিকদের উৎসর্গ করে গানচিত্র"। সংগ্রহের তারিখ ২০২১-০২-২০ 
  45. "বেলাল খান-লিজার 'পাখি'"। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]