উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আমঝুপি নীলকুঠি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: Ashiq Shawon কর্তৃক অপসারণ ~ মহীন (আলাপ) ০৬:১২, ২৯ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আমঝুপি নীলকুঠি[সম্পাদনা]

আমঝুপি নীলকুঠি (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (লগ দেখুন)
(উৎস খুঁজুন: "আমঝুপি নীলকুঠি" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

উল্লেখযোগ্যতা পরিষ্কার নয়। ব্রিটিশ শাসনামলে এ ধরণের বহু কুঠি নির্মত হয়েছে তবে এটি কীভাবে এবং কেনো উইকিতে থাকার মতোন উল্লেখযোগ্যতা রাখে তার ব্যখ্যা নেই। নিবন্ধের প্রায় লেখা উইকিপিডিয়ার রচনাশৈলী লঙ্ঘন করছে, পাশাপাশি ভাষাও অনেকটা আবেগযুক্ত। এবং নিবন্ধটি এখান থেকে প্রায় সম্পূর্ণ কপি করা। ~ মহীন (আলাপ) ১৫:০৫, ২৫ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

 বিরোধিতা উল্লেখযোগ্য বিষয়। নীল বিদ্রোহ বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিটি নীলকুঠি বিদেশী শোষণের মূর্ত প্রতীক। আমঝুপি নীলকুঠির উল্লেখ মেহেরপুর জেলার ওয়েবসাইট ছাড়াও প্রচুর পত্রপত্রিকায় এর সংবাদ প্রকাশিত হয়েছে। তবে কপি সমর্থনযোগ্য নয়। নিবন্ধটি নতুন করে লেখা উচিত। কল্যাণ সরকার (আলাপ) ১৯:১৩, ২৫ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি হয়তো জেনে থাকবেন যে কপিরাইট লঙ্ঘনের পর্যায়ে পড়লে সেই নিবন্ধকে দ্রুত অপসারণ করা হয়। এই নিবন্ধের ইতিহাস এবং কুঠিবাড়ির বর্ননা দুটি পরিচ্ছেদ পুরোটাই কপি করা। ~ মহীন (আলাপ) ১৯:৫১, ২৫ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ ব্রিটিশ শাসনামলে এ ধরণের বহু কুঠি নির্মত হয়েছে এতা সত্য। তবে এটি অন্যগুলো থেকে আলাদা। এটি অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এবং বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই নিবন্ধ কোথায় থেকে কপি করা সেটা তথ্যসুত্রে বলা আছে। আর যে ওয়েসাইট থেকে কপি করা হয়েছে বলা হচ্ছে খুব সম্ভব তারাও সেখান থেকেই কপি করেছে, তাদের থেকে কপি করা হয় নাই। কুঠি বাড়ির দেয়ালে যে বর্ণনা দেয়া আছে সেটি ব্যাতিত অন্য কোন নির্ভরযোগ্য সুত্র থেকে কোন তথ্য খুজে না পাওয়ায় ওই একটি সুত্র থেকেই সম্পুর্নটি লিখা হয়েছে তাই তথ্যের যথেষ্ট ঘাটতি আছে। তবে নিবন্ধটি আবার ফিরিয়ে আনা হলে এর মানোন্নয়ন এর জন্য নতুন করে লিখা যেত। তাই এটি ফিরিয়ে আনার প্রস্তাব জানাচ্ছি।--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ০৪:৩৬, ২৯ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
মজার ব্যাপার হচ্ছে এখানে যে কুঠি বাড়ির যে ছবি দেয়া হয়েছে সেটি এই নিবন্ধে ব্যবহৃত ছবি থেকে ক্রপ করে দেয়া হয়েছে।--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ০৪:৪০, ২৯ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।