গোপালপুর বন্দর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোপালপুর বন্দর
গোপালপুর বন্দরে পণ্য বোঝাই জাহাজ
অবস্থান
দেশ ভারত
স্থানাঙ্ক২১°০৭′ উত্তর ৮৬°১৫′ পূর্ব / ২১.১২° উত্তর ৮৬.২৫° পূর্ব / 21.12; 86.25
বিস্তারিত
পরিচালনা করেগোপালপুর পোর্ট ট্রাস
মালিকসারা ইন্টারন্যশনাল এবং ঊড়িষ্য স্টেভেটরস লি.টি.ড
পোতাশ্রয়ের ধরনপ্রাকৃতিক পোতাশ্রয় (সমুদ্র বন্দর)
উপলব্ধ নোঙরের স্থান৫ টি
পরিসংখ্যান
বার্ষিক কার্গো টন৫ মিলিয়ন টন (২০১৯-২০২০)[১]

গোপালপুর বন্দর হল ভারতের পূর্ব উপকূলের রাজ্য ওড়িশার একটি ছোট সমুদ্র বন্দর। বন্দরটি বঙ্গোপসাগরের তীরে গড়ে উঠেছে। এই বন্দরের দ্বার ওড়িশার সমুদ্র বাণিজ্য যেমন বাড়বে, তেমন শিল্প ও কর্মসংস্থান হবে।

পোতাশ্রয়[সম্পাদনা]

বন্দটির পোতাশ্রয়টি প্রাকৃতিক এবং এর গভীরতা ১৮.৫ মিটার।এই বন্দরে ১২০,০০০ ডিডব্লিউটি (DWT) কার্গ জাহাজ ও চলাচলের উপযোগি।এই বন্দরে রয়েছে ৫ টি জেটি বা বার্থ।

যোগাযোগ[সম্পাদনা]

বন্দরটি কলকাতা-চেন্নাই রেলপথ ও মহাসড়কের সঙ্গে যুক্ত। ৫নং মহাসড়ক থেকে এই বন্দর ৬ কিমি দীর্ঘ ২১৭ নং মহাসড়ক দ্বারা যুক্ত। বন্দরটি পারাদ্বীপ থেকে ১৬০ কিমি এবং বিশাখাপত্তনম থেকে ২৬০ কিমি দূরে অবস্থিত।

পশ্চাত ভূমি[সম্পাদনা]

বন্দরটির পশ্চাত ভূমি যতেষ্ট উন্নত। ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় রাজ্য হল এই বন্দরের পশ্চাত ভূমি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dhamra And Gopalpur Emerging As Large Deep Ports On East Coast"। ommcomnews.com। ১৯ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২১