দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি
কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখ১৯৭৯ (1979)
শব্দধারণের সময়১৯৭৯
ঘরানাবাংলা গান
দৈর্ঘ্য:২১
সঙ্গীত প্রকাশনীভারতী রেকর্ডস
মহীনের ঘোড়াগুলি কালক্রম
অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব
(১৯৭৮)
দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি
(১৯৭৯)
আবার বছর কুড়ি পরে
(১৯৯৫)

দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি বাংলা স্বাধীন রক সঙ্গীত ব্যান্ড মহীনের ঘোড়াগুলির তৃতীয় অ্যালবাম। ১৯৭৯ সালে ভারতী রেকর্ডস কর্তৃক ভারতের কলকাতায় এটি মুক্তি পায়।

এই অ্যালবামে মোট দুইটি গান অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে একটি তাপস দাস এবং একটি রঞ্জন ঘোষাল লিখেছেন। সঙ্গীত পরিচালনা করেছেন তাপস দাস এবং প্রদীপ চট্টোপাধ্যায়। অ্যালবামের মূল প্রচ্ছদ নকশা করেছিলেন সঙ্গীতা ঘোষাল।, এছাড়াও তিনি গানগুলোকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন।

গানের তালিকা[সম্পাদনা]

নং.শিরোনামরচয়িতাকন্ঠদৈর্ঘ্য
১."এই সুরে বহুদূরে"তাপস দাসতাপস দাস, তপেশ বন্দ্যোপাধ্যায়৩:৩১
২."চৈত্রের কাফন"রঞ্জন ঘোষালতপেশ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল৩:৫০

শিল্পীদের তালিকা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিসংযোগ[সম্পাদনা]