রিজন প্রজেক্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিজন প্রজেক্টের লোগো

রিজন প্রজেক্ট একটি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য হচ্ছে সমাজে বিজ্ঞানসম্মত জ্ঞান ও ইহজাগতিক মূল্যবোধের সম্প্রসারণ।

প্রকল্পটির অধীনে বিভিন্ন শাখা, যেমন বিজ্ঞান, আইন, সাহিত্য, বিনোদন, তথ্যপ্রযুক্তি, প্রভৃতি থেকে মেধাবী ও সৃজনশীল চিন্তকদের বাছাই করা হবে বিশ্লেষণী চিন্তা ও বিজ্ঞজনোচিত জননীতিকে উৎসাহিত করার জন্যে। প্রকল্পটির আওতায় বিভিন্ন সম্মিলন অনুষ্ঠিত হবে, চলচ্চিত্র প্রযোজিত হবে, বৈজ্ঞানিক গবেষণা ও জনমত জরিপকে পৃষ্ঠপোষণ করা হবে, অন্যান্য অলাভজনক প্রতিষ্ঠানকে আর্থিক প্রণোদনা দেয়া হবে, এবং ধর্মীয় দ্বিমতপোষণকারী ও বুদ্ধিজীবীদের বস্তুগত সহায়তা করা হবে — ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও ধর্মান্ধতা দূর করার উদ্দেশ্যে।[১]

উপদেষ্টা পরিষদ[সম্পাদনা]

প্রকল্পটির দায়িত্বে শীর্ষপদে রয়েছেন খ্যাতনামা দার্শনিক, স্নায়ুবিজ্ঞানী ও লেখক স্যাম হ্যারিস, এবং সাফল্যের সাথে নিম্নবর্ণিত ব্যক্তিত্বদের উপদেষ্টা পরিষদে যোগ দিতে উদ্বুদ্ধ করেছেন।:

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Reason Project
  2. "The Reason Project :: Sam Harris"। ১২ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০০৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]