ব্যবহারকারী:DesiNinja

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্যবহারকারীর সম্বন্ধে...

দেশী নিনজার জন্ম হয় ২৭শে জুন ১৯?? সালে। উনি একজন স্বল্পখ্যাত অলস। তাঁর দৃঢ় বিশ্বাস, পরপারের অনাদি অবস্থান থেকে ক্ষনিকের বিরতি নেবার নিমিত্তেই উনি ইহজগতে আবির্ভূত হয়েছেন। তাঁর ভাষায়-

তিনি তাঁর সিংহভাগ বাল্যকাল একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয়ের কঠোর নীতিমালার মধ্যে দিয়ে অতিবাহিত করেন। জীবনের এতগুলো বছর সেখানে সুর্যোদয়ের পূর্বেই দৈনিক কর্মকান্ড শুরু করে বিরক্ত হয়ে, এখন তিনি পারতপক্ষে মধ্যদুপুরের পূর্বে শয্যা ত্যাগ করা থেকে বিরত থাকেন। বর্তমানে উনি অস্ট্রেলিয়ার মেলবোর্ণ বিশ্ববিদ্যালয়ে (University of Melbourne) চিকিত্সা প্রকৌশল (Biomedical Engineering) বিভাগে গবেষণারত রয়েছেন। ইন্টারনেট জগতে বাংলা ভাষার দুর্বল অবস্থান তাকে ব্যাথিত করলে তিনি যথাসাধ্য বাংলার বিকাশ ও অগ্রগতিতে সহায়তার লক্ষ্যে উইকিপিডিয়ায় পদার্পণ করেন।

বাংলা ভাষার জন্য যারা নিঃস্বার্থে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তাদের সকলের প্রতি তার শ্রদ্ধা অপরিসীম।

অলঙ্কার

এই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত।
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
hi-2यह सदस्य हिन्दी भाषा का मध्यम स्तर का ज्ञान रखते हैं।
en-3This user is able to contribute with an advanced level of English.
ইংরেজি
to
বাংলা
এই ব্যবহারকারী একজন অনুবাদক যিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন।
সংখ্যাগরিষ্ঠ ≠ সঠিকএই ব্যবহারকারীর মতে সবাই একই ভুল করলেও সেটা ভুলই থাকে, শুদ্ধ হয়ে যায় না


:) ব্যবহারকারী একজন ফ্যাশন প্রতিবন্ধী।

ব্যবহারকারীর বিখ্যাত বাণী

  • আমি এখন ছুটিতে আছি।
  • আমার জন্ম চাকরি করার জন্য হয়নি, চাকরি দেবার জন্য হয়েছে। (মন্তব্য: ব্যবহারকারী অতীতে কলকাতার চাঁদনী চকস্থ ক্ষুদ্র একটি বৈদ্যুতিক পণ্যের দোকান কর্মচারী ছিলেন। তারপর অস্ট্রেলিয়াতে উপনীত হয়ে কিছুকাল একটি ভারতীয় ভোজনালাযের রন্ধনশালায় কর্মরত ছিলেন।)
  • এত টাকা থাকতে হবে যে দুহাতে টাকা উরালেও যাতে জীবন শেষ হয়ে যাবে কিন্তু টাকা শেষ হবেনা।
  • লেখাপড়া করে সময় অপচয় করা অনুচিত। কোনো প্রশংসা-পত্রই পরপারে নিয়ে যাওয়া যাবেনা।