শহীদ সিদ্দিকী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শহীদ সিদ্দিকী
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1949-08-15) ১৫ আগস্ট ১৯৪৯ (বয়স ৭৪)
বল্লিমরান, পুরাতন দিল্লি
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলকংগ্রেস (১৯৯৭-৯৯)
সমাজবাদী পার্টি (২০০২-০৮)
বহুজন সমাজ পার্টি (২০০৮-০৯)
রাষ্ট্রীয় লোক দল (২০১০-১২)
সমাজবাদী পার্টি ২০১২ (একঘরে)
প্রাক্তন শিক্ষার্থীদিল্লি বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ, সাংবাদিক
ধর্মইসলাম
ওয়েবসাইটshahidsiddiqui.in

শহীদ সিদ্দিকী হলেন ভারতের একজন সাবেক সংসদ সদস্য যিনি রাজ্যসভার নির্বাচনে উত্তর প্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেন। এছাড়াও তিনি একজন সাংবাদিক এবং দিল্লি থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক উর্দু পত্রিকা "নয়ে দুনিয়া" এর বর্তমান প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

সিদ্দিকী ভারতীয় ভারতীয় জাতীয় কংগ্রেস এর সাথে তার রাজনৈতিক কর্মজীবন শুরু করেছিলেন এবং ১৯৯৭-৯৯ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ছিলেন।[২] তিনি পরবর্তীকালে সমাজবাদী পার্টিতে যোগদান করেন এবং এটিতে জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে ২০০৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর বিএসপিতে যোগদান করার পরে, তিনি তার নেতা মায়াবতীর বিরুদ্ধে কথা বলার জন্য ২০০৯ সালের ১৪ ডিসেম্বর তারিখে বিএসপি থেকে বহিষ্কৃত হন।[৩] তিনি ২০১০ সালের ১২ এপ্রিল তারিখে রাষ্ট্রীয় লোক দল পার্টিতে যোগদান করেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Nai Duniya"। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১২ 
  2. "Bio of Shahid Siddiqui"। Shahid Siddiqui। ২২ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১২ 
  3. Shahid Siddiqui expelled from BSPfor speaking against Mayawati
  4. "Shahid Siddiqui joins RLD"Indian Express। ১৩ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]