উইকিপিডিয়া:সম্মিলন/ঢাকা ১৬

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশের উইকিপিডিয়ানগণ যাদের নিজেদের মধ্যে কখনও দেখা সাক্ষাৎ হয় না। এটি আনুষ্ঠানিক বা বড় করে অনানুষ্ঠানিক কিছু একটা করার যাতে বাংলাদেশে বসবাসরত উইকিপিডিয়ানদের একটা মিলন ঘটানো যায়।

তারিখ ও স্থান[সম্পাদনা]

তারিখ:
বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩, বিকাল ৪:০০ থেকে ৬:০০

স্থান:
কেন্দ্রীয় গণ গ্রন্থাগার, শাহবাগ, ঢাকা-১০০০

আলোচনার বিষয়[সম্পাদনা]

  • সম্মিলনে অংশগ্রহণকারী সবাই একে অন্যের সাথে পরিচিত হওয়া
  • দেশে চলমান উইকি-কার্যক্রম সম্পর্কে আলোচনা
  • বাংলাদেশে উইকিমিডিয়া প্রকল্প প্রচার জোরদার করতে কি করতে হবে
  • বিশ্বের অন্যান্য উইকিপিডিয়া প্রকল্পের সঙ্গে অভিজ্ঞতা ভাগ
  • শিক্ষা প্রতিষ্ঠানের আউটরিচ প্রোগ্রামে চিন্তা-ভাবনা শেয়ার

অংশগ্রহণকারী[সম্পাদনা]

উপস্থিত থাকবেন[সম্পাদনা]

১. Tanweertalk 10:57, 22 December 2013 (UTC)

সম্মিলনে যা হল[সম্পাদনা]

উইকিপিডিয়া ঢাকা সম্মিলন ছিল নিয়মিত ভাবে উইকিপিডিয়ানদের মধ্যে উইকিপিডিয়ার আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, গণসচেতনতা সৃষ্টি করা সর্বোপরি একত্রে জড় হওয়া। এটি উইকিমিডিয়া বাংলাদেশ অধ্যায়ের নিয়মিত সভারও অংশ ছিল। সম্মিলন নিন্মোক্ত রুপে অনুষ্ঠিত হয় — ভূমিকা, উইকিপিডিয়ানদের কয়েকজন ভিজ্ঞতা / দক্ষতার শেয়ার করে এবং সাধারণ বিষয়ের উপর উন্মুক্ত আলোচনা, বাংলাদেশে উইকিমিডিয়া ও উইকিমিডিয়া বাংলাদেশ অধ্যায় প্রকল্প সম্পর্কে কৌশলগত পরিকল্পনা করা হয়।

ঘোষণা / ইভেন্ট নোটিশ[সম্পাদনা]

সম্মিলন সম্পর্কে বাহ্যিক লিঙ্কের তালিকা এখানে যোগ করুন।

মিটিং কভারেজ/সম্মিলন পরবর্তী সংক্ষিপ্তসার/ব্লগ/খবর[সম্পাদনা]

এখানে মিটিং কভারেজের লিঙ্ক তালিকা করুন।

  • হ্যাশট্যাগ #WPMDHK16 সহকারে টুইট বা গুগল প্লাসে পোস্ট

ছবি[সম্পাদনা]

দয়া করে ছবি কমন্সে আপলোড করুন এবং তাতে বিষয়শ্রেণী Commons:Category:Dhaka16 যুক্ত করুন