ভারতের সুবর্ণ যুগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রাচীন ভারতের মানচিত্র

ভারতের সুবর্ণ যুগ বলতে খ্রীষ্টীয় তৃতীয় শতাব্দী থেকে খ্রীষ্টীয় ষষ্ট শতাব্দী সময়ের যুগ কে বলা হয়। এই সময় কালে ভারতের ইতিহাসে জ্ঞান বিজ্ঞান,গণিত, স্থাপত্য, ধর্ম ,ললিত কলা, দর্শন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে প্রভুত উন্নতি সাধন হয়েছিল।