ইউক্লিডীয় স্থান
অবয়ব
খ্রিস্টপূর্ব ৩০০ অব্দের দিকে গ্রিক গণিতবিদ ইউক্লিড দূরত্ব ও কোণের মধ্যে সম্পর্কের বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেন। প্রথমে একটি সমতলে এবং পরে উন্মুক্ত স্থানে গবেষণা করেন। তিনি যে সম্পর্কগুলো প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে একটি হচ্ছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি সব সময় ১৮০°। বর্তমানে এই সম্পর্কগুলোকেই দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক ইউক্লিডীয় স্থান এবং ইউক্লিডীয় জ্যামিতি বলে।[১][২]
আরও দেখুন
[সম্পাদনা]- ↑ Alo, Prothom (২০২৪-০৫-২৮)। "Euclidean space"। Medium (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৮।
- ↑ "Euclidean space | Dimension, Axioms, Vector Spaces | Britannica"। www.britannica.com (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৫-০৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৮।