বিষয়বস্তুতে চলুন

জাতীয় ফুল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রতিটি দেশের নিজস্ব জাতীয় ফুল রয়েছে। এটি বাংলাদেশের জাতীয় ফুল

জাতীয় ফুল (ইংরেজি: Floral emblem) কোনো একটি নির্দিষ্ট দেশের উদ্ভিদের ফুলের প্রতীক যা ঐ দেশের স্বতন্ত্র ভৌগোলিক আয়তন ও পরিচিতি বহন করে। কোনো কোনো দেশে জাতীয় ফুলকে দেশব্যাপী পরিচিতি রয়েছে, আবার কোনো বিভাগ কিংবা উপ-বিভাগেরও প্রতীকি পরিচিতি বহন করে থাকে। বিভিন্ন মানদন্ডে জাতীয় ফুলের মর্যাদা প্রদান করা হয়ে থাকে। সরকারি সিদ্ধান্ত কিংবা অনানুষ্ঠানিকভাবে জনগণের মতামতের প্রেক্ষিতে জাতীয় ফুল হিসেবে কোনো একটি জনপ্রিয় ও অতি পরিচিত ফুলকে নির্ধারণ করা হয়। বিশেষ ধরনের ফুলকে জাতীয় ফুলের মর্যাদা প্রদানের ক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং কানাডা মূখ্য ভূমিকা পালন করেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় ফুলের চেয়ে রাজ্য কর্তৃক নির্ধারিত ফুলই বেশি ব্যবহৃত হয়।

দেশভিত্তিক জাতীয় ফুল

[সম্পাদনা]
  • বাংলাদেশ - শাপলা
  • ভারত - পদ্ম[]
  • যুক্তরাষ্ট্র, ইরাক, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, লুক্সেমবার্গ, মালদ্বীপ, ইংল্যান্ড - গোলাপ
  • ইথিওপিয়া, কাজাখস্তান - লিলি
  • সিরিয়া, তিউনিসিয়া - জুঁই
  • আফগানিস্তান, তুরস্ক - টিউলিপ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. The Encyclopedia of religion, Volume 9‎, page-30

বহিঃসংযোগ

[সম্পাদনা]