২০২২ ভাল্লেত্তা কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ ভাল্লেত্তা কাপ
তারিখ১০ মে ২০২২ – ১৫ মে ২০২২
তত্ত্বাবধায়কমাল্টা ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন ও ফাইনাল
আয়োজক মাল্টা
বিজয়ী রোমানিয়া (১ম শিরোপা)
রানার-আপ মাল্টা
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৮
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়রোমানিয়া তরনজিৎ সিং
সর্বাধিক রান সংগ্রহকারীরোমানিয়া তরনজিৎ সিং (৩৫৭)
সর্বাধিক উইকেটধারীরোমানিয়া ইজাজ হুসেইন (১১)

২০২২ ভাল্লেত্তা কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের মে মাসে মাল্টায় অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টের ম্যাচগুলো মার্সার মার্সা স্পোর্টস ক্লাব মাঠে খেলা হয়।[১] টুর্নামেন্টে স্বাগতিক মাল্টার সাথে অংশগ্রহণ করে চেক প্রজাতন্ত্র, জিব্রাল্টার, বুলগেরিয়া, রোমানিয়াহাঙ্গেরি[২] পূর্ববর্তী আসর অর্থাৎ ২০২১ সালের আসরের ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মাল্টা।[৩] বুলগেরিয়া ও জিব্রাল্টার ২০২১ সালের আসরে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছিল।[৩] চেক প্রজাতন্ত্র সর্বশেষ ২০১৯ সালের আসরে অংশগ্রহণ করেছিল,[৪] এবং হাঙ্গেরির এটিই ছিল সর্বপ্রথম ভাল্লেত্তা কাপে অংশগ্রহণ।

টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক মাল্টাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রোমানিয়া।[৫] রোমানিয়ার তরনজিৎ সিং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।[৬]

দলীয় সদস্য[সম্পাদনা]

 চেক প্রজাতন্ত্র[৭]  জিব্রাল্টার[৮]  বুলগেরিয়া  মাল্টা  রোমানিয়া  হাঙ্গেরি
  • অরুণ অশোকন (অধি.)
  • ঋত্বিক তোমর
  • ডিলান স্টেইন
  • দিব্যেন্দ্র সিং (উই.)
  • নাভিদ আহমেদ
  • বৈশাখ জগন্নিবাসন
  • শরণ রামকৃষ্ণন
  • শুভ্রাংশু চৌধুরী
  • সজীব ভূঁইয়া
  • সত্যজিৎ সেনগুপ্ত
  • সাবাউন দাভিজি
  • সুদেশ বিক্রমসেকারা
  • স্মিত প্যাটেল
  • বালাজি অবিনাশ পাই (অধি.)
  • কিরন ফেরারি (সহ-অধি.) (উই.)
  • অ্যান্ড্রু রেয়েস
  • কেনরয় নেস্টর
  • ক্রিশ্চিয়ান রোক্কা
  • জোসেফ মার্পলস (উই.)
  • জ্যাকারি সিম্পসন
  • নিখিল আদভানি
  • মার্ক খাউস
  • মার্ক গ্যারাট
  • ম্যাথিউ হোয়েলান
  • রবিন পেট্রি
  • রিচার্ড কানিংহাম
  • রিচার্ড হ্যাচম্যান
  • লুই ব্রুস
  • সমর্থ বোধা
  • প্রকাশ মিশ্র (অধি.)
  • আসাদ আলি রহমতউল্লাহ
  • আহসান খান
  • ইভায়লো কাতজারস্কি
  • ইশান অরবিন্দ দে সিলভা
  • ওমর রসুল (উই.)
  • কার্তিক পিল্লাই
  • কেভিন দ্‌'সুজা
  • জেকব অ্যালবিন (উই.)
  • ডেলরিক ভারগিজ
  • দিমো নিকোলোভ
  • ভাসিল হ্রিস্তোভ (অধি.)
  • সন্দীপ নায়ার
  • সায়েম হোসেন (উই.)
  • হ্রিস্তো লাকোভ
  • বিক্রম অরোরা (অধি.)
  • অমর শর্মা (সহ-অধি.)
  • আফতাব আলম খান (উই.)
  • ইমরান আমির
  • ওয়াসিম আব্বাস
  • কল্কি কুমার
  • গোপাল চতুর্বেদি
  • জাস্টিন সাজু
  • জিতেশ প্যাটেল
  • জিশান খান
  • জেইসন জেরোম
  • দিব্যেশ কুমার
  • নিরাজ খান্না
  • বরুণ তমোতরম
  • বেসিল জর্জ
  • মুহাম্মদ বিলাল
  • স্যামুয়েল স্তানিসলাউস
  • হাইনরিখ গেরিকে (উই.)
  • রমেশ সতীশন (অধি.)
  • অরুণ কুমার চন্দ্রশেখরন
  • আনন্দ কার্তিকেয়ন
  • আফতাব কায়ানি
  • আব্দুল শুকুর (উই.)
  • ইজাজ হুসেইন
  • কোসমিন জাভোইউ
  • গৌরব মিশ্র
  • তরনজিৎ সিং
  • বসু সাইনি
  • মারিয়ান গেরাসিম
  • মিহাই আচিম
  • মোহাম্মদ মইজ
  • রাজেন্দ্র পিসাল
  • রাজেশ কুমার
  • শিবকুমার পেরিয়ালওয়ার (উই.)
  • সাত্বিক নাদিগোটলা (উই.)
  • সুখকরণ সাহি
  • অভিজিত আহুজা (অধি.)
  • অভিষেক আহুজা (উই.)
  • অভিষেক রাজ
  • অশঙ্কা ভেলিগামাগে
  • আকরামউল্লাহ মালিকজাদা
  • আলি ফরাসত
  • খাইবার দেলদার
  • গাবোর তোরোক
  • জাহির সাফি মোহাম্মদ (উই.)
  • ভবানীপ্রসাদ আডপক
  • মার্ক দে ফোঁতেন
  • সত্যদীপ অশ্বত্থনারায়ণ (উই.)
  • সন্দীপ মোহনদাস
  • হর্ষবর্ধন মানধ্যান

চেক প্রজাতন্ত্র দলে ক্রান্তি ভেংকটস্বামী ও নিরাজ ত্যাগীকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[৭]

রাউন্ড-রবিন[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 মাল্টা (H) ১০ +১.০১৪
 রোমানিয়া +১.৪৯৮
 চেক প্রজাতন্ত্র +১.২৩৭
 হাঙ্গেরি −০.২৫১
 জিব্রাল্টার −১.৪৩৯
 বুলগেরিয়া −২.১১৫
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     ফাইনালে উত্তীর্ণ
     ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
     ৫ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

১০ মে ২০২২
০৮:৩০
স্কোরকার্ড
জিব্রাল্টার 
১৩২/৬ (২০ ওভার)
 মাল্টা
১৩৫/৫ (১৬.৫ ওভার)
বালাজি অবিনাশ পাই ৪২ (৩৯)
অমর শর্মা ২/২৪ (৪ ওভার)
বেসিল জর্জ ৩৬ (৩০)
জ্যাকারি সিম্পসন ২/৩২ (২.৫ ওভার)
মাল্টা ৫ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: শুভ নবজোত আনন্দ (হাঙ্গেরি) ও সন্দীপ হারনাল (কানাডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেসিল জর্জ (মাল্টা)
  • মাল্টা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জেইসন জেরোম (মাল্টা), জ্যাকারি সিম্পসন, মার্ক খাউস, ম্যাথিউ হোয়েলান ও সমর্থ বোধা (জিব্রাল্টার)-এর টি২০আই অভিষেক হয়।

১০ মে ২০২২
১২:১৫
স্কোরকার্ড
মাল্টা 
২০৬/৭ (২০ ওভার)
 হাঙ্গেরি
১৬১/৬ (২০ ওভার)
বেসিল জর্জ ৬০ (৩৬)
অশঙ্কা ভেলিগামাগে ৩/৪৫ (৪ ওভার)
হর্ষবর্ধন মানধ্যান ৪১ (২৫)
ওয়াসিম আব্বাস ২/২৫ (৪ ওভার)
মাল্টা ৪৫ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: রুবেন শিবনাদিয়ান (মাল্টা) ও সন্দীপ হারনাল (কানাডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিক্রম অরোরা (মাল্টা)
  • হাঙ্গেরি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অভিষেক আহুজা, আকরামউল্লাহ মালিকজাদা, আলি ফরাসত ও ভবানীপ্রসাদ আডপক (হাঙ্গেরি)-এর টি২০আই অভিষেক হয়।

১০ মে ২০২২
১৫:৪৫
স্কোরকার্ড
জিব্রাল্টার 
১৩৭/৮ (২০ ওভার)
 হাঙ্গেরি
১৩৮/৬ (১৮.৪ ওভার)
কিরন ফেরারি ২৪ (২২)
সন্দীপ মোহনদাস ২/৩১ (৪ ওভার)
হর্ষবর্ধন মানধ্যান ২৯ (২৭)
সমর্থ বোধা ৩/২৬ (৩.৪ ওভার)
হাঙ্গেরি ৪ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: টিম হুইলার (মাল্টা) ও শুভ নবজোত আনন্দ (হাঙ্গেরি)
ম্যাচ সেরা খেলোয়াড়: হর্ষবর্ধন মানধ্যান (হাঙ্গেরি)
  • হাঙ্গেরি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ মে ২০২২
০৮:৩০
স্কোরকার্ড
রোমানিয়া 
১৬৫/৪ (২০ ওভার)
 মাল্টা
১৬৬/৫ (১৯.৩ ওভার)
তরনজিৎ সিং ৬৩ (৪৪)
অমর শর্মা ১/৩৩ (৪ ওভার)
বেসিল জর্জ ৩৭ (২২)
ইজাজ হুসেইন ২/২৫ (৩ ওভার)
মাল্টা ৫ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: রুবেন শিবনাদিয়ান (মাল্টা) ও শুভ নবজোত আনন্দ (হাঙ্গেরি)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেসিল জর্জ (মাল্টা)
  • মাল্টা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গৌরব মিশ্র ও সুখকরণ সাহি (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১১ মে ২০২২
১২:০০
স্কোরকার্ড
চেক প্রজাতন্ত্র 
১৮৪/৫ (২০ ওভার)
 জিব্রাল্টার
১৪৪/৮ (২০ ওভার)
সাবাউন দাভিজি ৯৮* (৬১)
কিরন ফেরারি ১/৯ (৩ ওভার)
অ্যান্ড্রু রেয়েস ৪৪ (৪১)
সজীব ভূঁইয়া ২/২০ (৩ ওভার)
চেক প্রজাতন্ত্র ৪০ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: অ্যান্ড্রু নাউদি (মাল্টা) ও শুভ নবজোত আনন্দ (হাঙ্গেরি)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাবাউন দাভিজি (চেক প্রজাতন্ত্র)
  • চেক প্রজাতন্ত্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ঋত্বিক তোমর, ডিলান স্টেইন, দিব্যেন্দ্র সিং, শুভ্রাংশু চৌধুরী ও সজীব ভূঁইয়া (চেক প্রজাতন্ত্র)-এর টি২০আই অভিষেক হয়।

১১ মে ২০২২
১৫:৩০
স্কোরকার্ড
হাঙ্গেরি 
১৫৮/৮ (২০ ওভার)
 বুলগেরিয়া
১৫৩/৯ (২০ ওভার)
অভিষেক রাজ ৪২ (৩৫)
হ্রিস্তো লাকোভ ২/১৫ (৪ ওভার)
সায়েম হোসেন ৫৪ (৪৩)
ভবানীপ্রসাদ আডপক ৩/২৯ (৪ ওভার)
হাঙ্গেরি ৫ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: রুবেন শিবনাদিয়ান (মাল্টা) ও সন্দীপ হারনাল (কানাডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অভিষেক রাজ (হাঙ্গেরি)
  • বুলগেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সন্দীপ নায়ার, সায়েম হোসেন (বুলগেরিয়া) ও গাবোর তোরোক (হাঙ্গেরি)-এর টি২০আই অভিষেক হয়।

১২ মে ২০২২
০৮:৩০
স্কোরকার্ড
মাল্টা 
১৬৪/৮ (২০ ওভার)
 চেক প্রজাতন্ত্র
১৬২/৯ (২০ ওভার)
বেসিল জর্জ ৫১ (৪১)
সত্যজিৎ সেনগুপ্ত ৩/৩৫ (৪ ওভার)
অরুণ অশোকন ৩০ (১৭)
অমর শর্মা ৩/২৪ (৩ ওভার)
মাল্টা ২ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: শুভ নবজোত আনন্দ (হাঙ্গেরি) ও সন্দীপ হারনাল (কানাডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেসিল জর্জ (মাল্টা)
  • চেক প্রজাতন্ত্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইমরান আমির (মাল্টা) ও শরণ রামকৃষ্ণন (চেক প্রজাতন্ত্র)-এর টি২০আই অভিষেক হয়।

১২ মে ২০২২
১২:০০
স্কোরকার্ড
চেক প্রজাতন্ত্র 
২৫৮/২ (২০ ওভার)
 বুলগেরিয়া
১৭০/৭ (২০ ওভার)
সাবাউন দাভিজি ১১৫* (৫৯)
হ্রিস্তো লাকোভ ২/৪৯ (৪ ওভার)
হ্রিস্তো লাকোভ ৬১ (৫১)
নাভিদ আহমেদ ৩/২৯ (৪ ওভার)
চেক প্রজাতন্ত্র ৮৮ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: অ্যান্ড্রু নাউদি (মাল্টা) ও রুবেন শিবনাদিয়ান (মাল্টা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাবাউন দাভিজি (চেক প্রজাতন্ত্র)
  • চেক প্রজাতন্ত্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ডিলান স্টেইন (চেক প্রজাতন্ত্র) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।

১২ মে ২০২২
১৫:৩০
স্কোরকার্ড
রোমানিয়া 
১৫৮/৭ (২০ ওভার)
 হাঙ্গেরি
১৬২/৪ (১৭.৩ ওভার)
বসু সাইনি ৪৭ (৩২)
হর্ষবর্ধন মানধ্যান ৩/৩০ (৪ ওভার)
জাহির সাফি মোহাম্মদ ৭৮ (৪২)
ইজাজ হুসেইন ২/১৬ (৩ ওভার)
হাঙ্গেরি ৬ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: অ্যান্ড্রু নাউদি (মাল্টা) ও শুভ নবজোত আনন্দ (হাঙ্গেরি)
ম্যাচ সেরা খেলোয়াড়: জাহির সাফি মোহাম্মদ (হাঙ্গেরি)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ মে ২০২২
০৮:৩০
স্কোরকার্ড
জিব্রাল্টার 
২১৩/০ (২০ ওভার)
 বুলগেরিয়া
১৯২/৬ (২০ ওভার)
লুই ব্রুস ৯৯* (৬৩)
সায়েম হোসেন ৬৪ (৩১)
সমর্থ বোধা ২/১৮ (৩ ওভার)
জিব্রাল্টার ২১ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: রুবেন শিবনাদিয়ান (মাল্টা) ও শুভ নবজোত আনন্দ (হাঙ্গেরি)
ম্যাচ সেরা খেলোয়াড়: লুই ব্রুস (জিব্রাল্টার)
  • জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ক্রিশ্চিয়ান রোক্কা (জিব্রাল্টার) ও কার্তিক পিল্লাই (বুলগেরিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৩ মে ২০২২
১২:০০
স্কোরকার্ড
রোমানিয়া 
১৯৩/৪ (২০ ওভার)
 চেক প্রজাতন্ত্র
১৬৭/৯ (২০ ওভার)
তরনজিৎ সিং ১১০ (৬১)
নাভিদ আহমেদ ২/৩৪ (৪ ওভার)
অরুণ অশোকন ৪৯ (৪০)
ইজাজ হুসেইন ৪/২৮ (৪ ওভার)
রোমানিয়া ২৬ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: টিম হুইলার (মাল্টা) ও সন্দীপ হারনাল (কানাডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: তরনজিৎ সিং (রোমানিয়া)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তরনজিৎ সিং (রোমানিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।

১৩ মে ২০২২
১৫:৩০
স্কোরকার্ড
বুলগেরিয়া 
১৩১/৭ (২০ ওভার)
 রোমানিয়া
১৩২/২ (১২.৪ ওভার)
কেভিন দ্‌'সুজা ৪৩ (৩৩)
ইজাজ হুসেইন ২/২২ (৪ ওভার)
রমেশ সতীশন ৮৬* (৪৩)
ডেলরিক ভারগিজ ১/৭ (০.৪ ওভার)
রোমানিয়া ৮ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: রুবেন শিবনাদিয়ান (মাল্টা) ও শুভ নবজোত আনন্দ (হাঙ্গেরি)
ম্যাচ সেরা খেলোয়াড়: রমেশ সতীশন (রোমানিয়া)
  • বুলগেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আনন্দ কার্তিকেয়ন (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৪ মে ২০২২
০৮:৩০
স্কোরকার্ড
হাঙ্গেরি 
১৬৯/৭ (২০ ওভার)
 চেক প্রজাতন্ত্র
১৭৫/৩ (১৮.১ ওভার)
অভিষেক আহুজা ৬১ (৪৮)
স্মিত প্যাটেল ৪/৩৪ (৪ ওভার)
সুদেশ বিক্রমসেকারা ৬৩ (৪১)
ভবানীপ্রসাদ আডপক ১/৩৮ (৩.১ ওভার)
চেক প্রজাতন্ত্র ৭ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: টিম হুইলার (মাল্টা) ও সন্দীপ হারনাল (কানাডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অরুণ অশোকন (চেক প্রজাতন্ত্র)
  • হাঙ্গেরি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ মে ২০২২
১২:০০
স্কোরকার্ড
জিব্রাল্টার 
১৪১ (১৯.৫ ওভার)
 রোমানিয়া
১৪২/২ (১১.২ ওভার)
বালাজি অবিনাশ পাই ৪৯ (৪০)
রমেশ সতীশন ৩/৩৭ (৩ ওভার)
তরনজিৎ সিং ৮৪* (৩৫)
রিচার্ড কানিংহাম ১/২৮ (২.২ ওভার)
রোমানিয়া ৮ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: জয়দীপ ঘোষ রায় (মাল্টা) ও রুবেন শিবনাদিয়ান (মাল্টা)
ম্যাচ সেরা খেলোয়াড়: রমেশ সতীশন (রোমানিয়া)
  • জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ মে ২০২২
১৫:৩০
স্কোরকার্ড
বুলগেরিয়া 
২০৪/৪ (২০ ওভার)
 মাল্টা
২০৫/৪ (১৮.২ ওভার)
সায়েম হোসেন ১০৮* (৫৫)
ইমরান আমির ২/৪১ (৪ ওভার)
আফতাব আলম খান ৭১* (৩৮)
হ্রিস্তো লাকোভ ২/৪৪ (৪ ওভার)
মাল্টা ৬ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: শুভ নবজোত আনন্দ (হাঙ্গেরি) ও সন্দীপ হারনাল (কানাডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সায়েম হোসেন (বুলগেরিয়া)
  • বুলগেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জিতেশ প্যাটেল ও দিব্যেশ কুমার (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।
  • সায়েম হোসেন (বুলগেরিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।

৫ম স্থান নির্ধারণী[সম্পাদনা]

১৫ মে ২০২২
০৯:০০
স্কোরকার্ড
জিব্রাল্টার 
১৭০/৬ (২০ ওভার)
 বুলগেরিয়া
১৭১/৫ (১৯.৫ ওভার)
বালাজি অবিনাশ পাই ৫৩* (৪৪)
আসাদ আলি রহমতউল্লাহ ২/২৫ (৪ ওভার)
ইশান অরবিন্দ দে সিলভা ৪১ (৩২)
কিরন ফেরারি ২/৩০ (৪ ওভার)
বুলগেরিয়া ৫ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: জয়দীপ ঘোষ রায় (মাল্টা) ও শুভ নবজোত আনন্দ (হাঙ্গেরি)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেভিন দ্‌'সুজা (বুলগেরিয়া)
  • জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় স্থান নির্ধারণী[সম্পাদনা]

১৫ মে ২০২২
১২:৩০
স্কোরকার্ড
চেক প্রজাতন্ত্র 
২২১/৫ (২০ ওভার)
 হাঙ্গেরি
১৫১/৬ (২০ ওভার)
ডিলান স্টেইন ৬৫ (৪১)
ভবানীপ্রসাদ আডপক ১/২৬ (৩ ওভার)
অভিজিত আহুজা ৭৫ (৫২)
সজীব ভূঁইয়া ২/২৯ (৪ ওভার)
চেক প্রজাতন্ত্র ৭০ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: জয়দীপ ঘোষ রায় (মাল্টা) ও টিম হুইলার (মাল্টা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডিলান স্টেইন (চেক প্রজাতন্ত্র)
  • হাঙ্গেরি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল[সম্পাদনা]

১৫ মে ২০২২
১৬:৩০
স্কোরকার্ড
রোমানিয়া 
১৭১/৬ (২০ ওভার)
 মাল্টা
১৬২/৭ (২০ ওভার)
বসু সাইনি ৬০* (৪২)
ওয়াসিম আব্বাস ২/৩৭ (৪ ওভার)
ইমরান আমির ২৮* (২৩)
তরনজিৎ সিং ৪/২০ (৪ ওভার)
রোমানিয়া ৯ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: শুভ নবজোত আনন্দ (হাঙ্গেরি) ও সন্দীপ হারনাল (কানাডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: তরনজিৎ সিং (রোমানিয়া)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Malta Cricket to host 6-Nation Men's Valetta Cup in May 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২ 
  2. @Gibraltar_Crick (৬ এপ্রিল ২০২২)। "Our Mens National Team are returning to compete in the 2022 Valletta Cup" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  3. "Malta crowned 2021 Valletta Cup champions"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১ 
  4. @MaltaCricket (২০ অক্টোবর ২০১৯)। "Czech Republic crowned champions of the 2019 Valletta Cup" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  5. "Romania win Valletta Cup"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১৫ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২২ 
  6. @EuropeanCricket (১৫ মে ২০২২)। "🏆CHAMPIONS!! After a slow start in the tournament, Romania came back stronger to win the Valletta Cup 2022." (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  7. @CzechCricket (৭ এপ্রিল ২০২২)। "Announcing the Czech men's national team squad for the Valetta Cup, Malta May 10 - 15th" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  8. "Gibraltar Cricket announces squad for Valletta Cup"জিব্রাল্টার ক্রনিকল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]