২০২২ মাল্টা ক্রিকেট দলের বেলজিয়াম সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ মাল্টা পুরুষ ক্রিকেট দলের বেলজিয়াম সফর
 
  বেলজিয়াম মাল্টা
তারিখ ১১ জুন ২০২২ – ১২ জুন ২০২২
অধিনায়ক সিরাজ শেখ বিক্রম অরোরা
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে বেলজিয়াম ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান আজিজ মোহাম্মদ (১৩৭) বরুণ তমোতরম (৬০)
সর্বাধিক উইকেট খালিদ আহমদি (৮) বরুণ তমোতরম (৭)

মাল্টা পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুন মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য বেলজিয়াম সফর করে।[১] সিরিজটি উভয় দলের জন্য ২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্বের উপআঞ্চলিক টুর্নামেন্টসমূহের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[১] সিরিজে বেলজিয়াম ৩–০ ব্যবধানে জয়ী হয়।[২]

দলীয় সদস্য[সম্পাদনা]

 বেলজিয়াম[৩]  মাল্টা
  • সিরাজ শেখ (অধি.)
  • আজিজ মোহাম্মদ
  • আদনান রাজ্জাক
  • আহমদ খালিদ আহমদজাই
  • ওমিদ মালিক খেল (উই.)
  • ওমিদ রহিমি
  • খালিদ আহমদি
  • ফাহিম ভাট্টি
  • বুরহান নিয়াজ
  • মাকসুদ আহমদ
  • মুরিদ ইকরামি
  • মোহাম্মদ মুনিব
  • রাজা ওয়াকাস আলি
  • রাজা সাকলাইন আলি
  • শাহরিয়ার বাট (উই.)
  • সাজাদ আহমদজাই
  • সাবের জাখিল
  • সিফাত শাঘারাই
  • বিক্রম অরোরা (অধি.)
  • অমর শর্মা
  • আফতাব আলম খান (উই.)
  • ইমরান আমির
  • গোপাল চতুর্বেদি
  • জাস্টিন সাজু
  • জিতেশ প্যাটেল
  • জিশান খান
  • জেইসন জেরোম
  • বরুণ তমোতরম
  • বেসিল জর্জ
  • মুহাম্মদ বিলাল
  • রায়ান বাস্তিয়ানস

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

১১ জুন ২০২২
১০:০০
স্কোরকার্ড
বেলজিয়াম 
২৩৩/৬ (২০ ওভার)
 মাল্টা
১২২/৮ (২০ ওভার)
মোহাম্মদ মুনিব ৭৩ (৪৭)
বরুণ তমোতরম ৩/৩২ (৩ ওভার)
বরুণ তমোতরম ৫৭ (২৫)
সিফাত শাঘারাই ২/১১ (৪ ওভার)
বেলজিয়াম ১১১ রানে জয়ী
গেন্ট ওভাল, গেন্ট
আম্পায়ার: জাহানজাইব আলি (বেলজিয়াম) ও শশীধর রেড্ডি (বেলজিয়াম)
  • মাল্টা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আহমদ খালিদ আহমদজাই, ওমিদ মালিক খেল ও ফাহিম ভাট্টি (বেলজিয়াম)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

১১ জুন ২০২২
১৫:০০
স্কোরকার্ড
বেলজিয়াম 
১৯৬/৫ (২০ ওভার)
 মাল্টা
১১২ (১৯.৫ ওভার)
আজিজ মোহাম্মদ ৪৬ (৩৩)
বরুণ তমোতরম ৩/৩৩ (৪ ওভার)
অমর শর্মা ৩৪* (১৯)
খালিদ আহমদি ৪/৩৮ (৪ ওভার)
বেলজিয়াম ৮৪ রানে জয়ী
গেন্ট ওভাল, গেন্ট
আম্পায়ার: জাহানজাইব আলি (বেলজিয়াম) ও মোহাম্মদ রহমান হুসেইন (বেলজিয়াম)
  • বেলজিয়াম টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সাজাদ আহমদজাই (বেলজিয়াম) ও রায়ান বাস্তিয়ানস (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

১২ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
বেলজিয়াম 
১৬২ (২০ ওভার)
 মাল্টা
৪০ (১৩.৩ ওভার)
আজিজ মোহাম্মদ ৩৫ (৩১)
মুহাম্মদ বিলাল ৪/১৮ (৪ ওভার)
বেসিল জর্জ ৯ (১২)
খালিদ আহমদি ৪/৫ (৪ ওভার)
বেলজিয়াম ১২২ রানে জয়ী
রাজকীয় ব্রাসেলস ক্রিকেট ক্লাব মাঠ, লান
আম্পায়ার: উমাইর রাফি বাট (বেলজিয়াম) ও জাহানজাইব আলি (বেলজিয়াম)
  • বেলজিয়াম টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • খালিদ আহমদি (বেলজিয়াম) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক লাভ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Cricket Belgium host Malta Men's team for T20I series in July 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২২ 
  2. "Malta swept in Belgium"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১২ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২২ 
  3. "All the best Red Tigers 🐅🇧🇪🏏"ক্রিকেট বেলজিয়াম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]