২০২২ ওমানে বাহরাইন পুরুষ ক্রিকেট দল বনাম কুয়েত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ ওমানে বাহরাইন পুরুষ ক্রিকেট দল বনাম কুয়েত
 
  বাহরাইন কুয়েত
তারিখ ১১ আগস্ট ২০২২ – ১৭ আগস্ট ২০২২
অধিনায়ক সরফরাজ আলি মোহাম্মদ আসলাম
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে কুয়েত ৪–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান হায়দার আলি বাট (১৬৬) রবিজ সন্দরুবন (১৬৭)
সর্বাধিক উইকেট সত্য বীরপতিরণ (৯) আদনান ইদরিস (৫)
সৈয়দ মনিব (৫)
সিরিজ সেরা খেলোয়াড় রবিজ সন্দরুবন (কুয়েত)

কুয়েত পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের আগস্ট মাসে বাহরাইনের বিরুদ্ধে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ওমান সফর করে।[১] সিরিজের ম্যাচগুলো কুয়েতের জন্য ২০২২ এশিয়া কাপ বাছাইপর্ব টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[২] সিরিজে কুয়েত ৪–১ ব্যবধানে জয়ী হয়।[৩]

দলীয় সদস্য[সম্পাদনা]

 বাহরাইন[৪]  কুয়েত[৫]
  • সরফরাজ আলি (অধি.)
  • আলি দাউদ
  • ইমরান খান
  • ইমরান জাভেদ আনোয়ার
  • উমর ইমতিয়াজ (উই.)
  • ওয়াসিক আহমেদ
  • জনক চতুরঙ্গ
  • জুনায়েদ আজিজ
  • ডেভিড ম্যাথায়াস
  • নবীন তৈলপ্পন
  • প্রশান্ত কুরূপ (উই.)
  • মুহাম্মদ ইউনিস
  • শচীন কুমার
  • শহিদ মাহমুদ
  • শাহবাজ বদর (উই.)
  • সত্য বীরপতিরণ
  • সিকান্দার বিল্লাহ
  • হায়দার আলি বাট
  • মোহাম্মদ আসলাম (অধি.)
  • আদনান ইদরিস
  • ইয়াসিন প্যাটেল
  • উসমান প্যাটেল (উই.)
  • এডসন সিলভা
  • নওয়াফ আহমেদ
  • বিলাল তাহির
  • মিত ভাবসার (উই.)
  • মুহাম্মদ কাশিফ
  • মোহাম্মদ শফিক
  • রবিজ সন্দরুবন
  • শাহরুখ কুদ্দুস
  • সৈয়দ মনিব
  • শিরাজ খান
  • হারুন শহিদ

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

১১ আগস্ট ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
কুয়েত 
১৬৬/৯ (২০ ওভার)
 বাহরাইন
১৬৬/৫ (২০ ওভার)
রবিজ সন্দরুবন ৪৭ (৩৬)
ইমরান জাভেদ আনোয়ার ৩/২৩ (৩ ওভার)
হায়দার আলি বাট ৪৮* (৩৬)
আদনান ইদরিস ৩/৪৫ (৪ ওভার)
ম্যাচ টাই (বাহরাইন সুপার ওভারে জয়ী)
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও হরিকৃষ্ণ পিল্লাই (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: হায়দার আলি বাট (বাহরাইন)
  • বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জনক চতুরঙ্গ, নবীন তৈলপ্পন, শচীন কুমার (বাহরাইন), মোহাম্মদ শফিক ও হারুন শহিদ (কুয়েত)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

১৩ আগস্ট ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
কুয়েত 
২০৯/৯ (২০ ওভার)
 বাহরাইন
১৮৯/৮ (২০ ওভার)
রবিজ সন্দরুবন ৫১ (৩৩)
সরফরাজ আলি ৩/১২ (২ ওভার)
উমর ইমতিয়াজ ৭২ (৩৮)
মোহাম্মদ শফিক ৩/২৮ (৪ ওভার)
কুয়েত ২০ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: কুড়িঞ্জিক্কাটন রবি আজাদ (ওমান) ও হরিকৃষ্ণ পিল্লাই (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ শফিক (কুয়েত)
  • বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

১৪ আগস্ট ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
বাহরাইন 
১৫৩/৬ (২০ ওভার)
 কুয়েত
১৫৪/৫ (১৭.৪ ওভার)
ডেভিড ম্যাথায়াস ৬১ (৪৭)
সৈয়দ মনিব ২/২৭ (৪ ওভার)
উসমান প্যাটেল ৭৫* (৪৭)
ওয়াসিক আহমেদ ২/২২ (৪ ওভার)
কুয়েত ৫ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: অনন্ত কুমার রাজমণি (ওমান) ও হরিকৃষ্ণ পিল্লাই (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: উসমান প্যাটেল (কুয়েত)
  • কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইমরান খান (বাহরাইন) ও ইয়াসিন প্যাটেল (কুয়েত)-এর টি২০আই অভিষেক হয়।

৪র্থ টি২০আই[সম্পাদনা]

১৬ আগস্ট ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
বাহরাইন 
১৬৪/৬ (২০ ওভার)
 কুয়েত
১৬৭/৬ (১৮.৩ ওভার)
ডেভিড ম্যাথায়াস ৩০ (২২)
সৈয়দ মনিব ২/৪৩ (৪ ওভার)
মিত ভাবসার ৫১ (৩৪)
সত্য বীরপতিরণ ২/৩২ (৩.৩ ওভার)
কুয়েত ৪ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: কুড়িঞ্জিক্কাটন রবি আজাদ (ওমান) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: এডসন সিলভা (কুয়েত)
  • কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম টি২০আই[সম্পাদনা]

১৭ আগস্ট ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
কুয়েত 
১৮৬/৭ (২০ ওভার)
 বাহরাইন
৮৪ (১৮.৪ ওভার)
মিত ভাবসার ৭১ (৪৮)
সত্য বীরপতিরণ ২/৪৯ (৪ ওভার)
জুনায়েদ আজিজ ২২ (৩৫)
ইয়াসিন প্যাটেল ৩/১৩ (৪ ওভার)
কুয়েত ১০২ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: অনন্ত কুমার রাজমণি (ওমান) ও হরিকৃষ্ণ পিল্লাই (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: শাহরুখ কুদ্দুস (কুয়েত)
  • বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শাহরুখ কুদ্দুস (কুয়েত)-এর টি২০আই অভিষেক হয়।
  • শাহরুখ কুদ্দুস প্রথম কুয়েতি ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Get set for some excitement coming your way courtesy the Bahrain Men's Team as they head to Oman on the 10th of August for a bilateral series with the Kuwait National Men's Team at the Al Amerat Cricket Stadium, Oman"বাহরাইন ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  2. "#Announcement"কুয়েত ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  3. "Kuwait cruise to 102-run win"গাল্ফ ডেইলি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২২ 
  4. "Kuwait begin Asia Cup 2022 qualifiers preparations against Bahrain - watch live in India"স্পোর্টসআড্ডা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২২ 
  5. "Kuwait & Bahrain Men's team to play T20I series in Oman before Asia Cup qualifiers"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২ 
  6. "Kuwait Wins T20I Bilateral Series 2022 Vs Bahrain"কুয়েত ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ১৯ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]