সাতকানিয়া সরকারি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাতকানিয়া সরকারি কলেজ
সাতকানিয়া কলেজ
নীতিবাক্যপড় তোমার প্রভুর নামে
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৪৯; ৭৫ বছর আগে (1949)
প্রতিষ্ঠাতামোজাফফর আহমদ চৌধুরী
অধ্যক্ষআবু বকর মজুমদার
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৬০+
শিক্ষার্থীআনু. ৫০০০
ঠিকানা
সাতকানিয়া পৌরসভা
, ,
ইআইআইএন১০৫০৬১
পোশাকের রঙসাদাআকাশি
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটwww.satkaniagovtcollege.edu.bd
মানচিত্র

সাতকানিয়া সরকারি কলেজ বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার একমাত্র সরকারি কলেজ।[১][২][৩] [৪]

ইতিহাস[সম্পাদনা]

অত্র কলেজটি ১৯৪৯ সালে মোজাফফর আহমদ চৌধুরী প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৮২ সালে কলেজটি সরকারি কলেজে রূপান্তরিত হয়।[১]

কার্যক্রম[সম্পাদনা]

বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক শ্রেণির পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী কোর্স চালু রয়েছে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে স্নাতক সম্মান কোর্স চালু করেছে কলেজটি। বর্তমানে পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, গণিত, বাংলা, দর্শন,ইংরেজি, অর্থনীতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস বিষয়ের উপর স্নাতক সম্মান চালু রয়েছে৷ উচ্চ মাধ্যমিক শাখায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু আছে।[১]

অবকাঠামো[সম্পাদনা]

বর্তমানে কলেজটি ৯.৬০ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত।[১] সুবিস্তৃত ক্যাম্পাস, খেলার মাঠ, একাডেমিক ও প্রশাসনিক ভবন, গ্রন্থাগার, বিএনসিসি, শিক্ষক ও কর্মচারী কোয়ার্টার, পুকুর, খোলা জায়গা সমৃদ্ধ বিদ্যায়তন এটি।

ব্যবস্থাপনা[সম্পাদনা]

কলেজটি পরিচালনার জন্য একটি পরিচালনা কমিটি রয়েছে।

বর্তমানে পঠিত কোর্স/ডিগ্রি[সম্পাদনা]

  • উচ্চ মাধ্যমিক
  • স্নাতক পাস এবং
  • স্নাতক সম্মান

ভবন[সম্পাদনা]

এই কলেজের মোট ৬ টি ভবন রয়েছে।

গ্রন্থাগার[সম্পাদনা]

এই কলেজের গ্রন্থাগার খুবই সমৃদ্ধ৷এর গ্রন্থাগারটি ঐতিহ্য বহন করে।বর্তমানে এর সুপ্রশস্ত পাঠগৃহ এবং তথ্য বিভাগ রয়েছে যা শিক্ষক এবং ছাত্রদের নিরিবিলিতে পড়াশোনা করার জন্য খুবই উপযোগী৷

বিভাগ[সম্পাদনা]

এই কলেজে বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ১৫ টি বিভাগ চালু আছে৷[১] যথা:

  1. পদার্থ
  2. রসায়ন
  3. উদ্ভিদবিদ্যা
  4. প্রাণিবিদ্যা
  5. গণিত
  6. ইংরেজি
  7. বাংলা
  8. অর্থনীতি
  9. দর্শন
  10. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  11. হিসাববিজ্ঞান
  12. ব্যবস্থাপনা
  13. রাষ্ট্রবিজ্ঞান
  14. ইতিহাস
  15. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

সহ-শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

বর্তমানে কলেজটিতে অন্তর্ভুক্ত সহ-শিক্ষা কার্যক্রমসমূহ হলোঃ

  • রোভার স্কাউট
  • বিএনসিসি
  • বিতর্ক সংঘ
  • রেড ক্রিসেন্ট

উল্লেখযোগ্য শিক্ষার্থী[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাতকানিয়া সরকারি কলেজ"www.satkaniagovtcollege.edu.bd। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২০ 
  2. "কলেজের তালিকা" (XLS)Secondary and Higher Education Division। ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৭ 
  3. "Satkaniya Government College"National University of Bangladesh। ২০২০-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৮ 
  4. "Satkania Govt College"www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৮