শ্রী তিলভাণ্ডেশ্বর মহাদেব মন্দির

স্থানাঙ্ক: ২৫°১৮′১১″ উত্তর ৮৩°০০′১১″ পূর্ব / ২৫.৩০২৯২৬° উত্তর ৮৩.০০৩০৬১° পূর্ব / 25.302926; 83.003061
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রী তিলভাণ্ডেশ্বর মহাদেব মন্দির
श्री तिलभांडेश्वर महादेव मंदिर
শ্রী তিলভাণ্ডেশ্বর মহাদেব মন্দির পবিত্র শহর বারাণসীর প্রাচীনতম এবং সবচেয়ে বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটি। হিন্দুধর্মে এই মন্দিরটির অত্যন্ত ধর্মীয় গুরুত্ব রয়েছে এবং এটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীত। তিলভাণ্ডেশ্বর মন্দির ১৮ শতকে নির্মিত বলে মনে করা হয়।
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাবারাণসী
ঈশ্বরভগবান শিব
উৎসবসমূহমহা শিবরাত্রী
নাগ পঞ্চমী
শ্রাবণ
নবরাত্রী
মকর সংক্রান্তি
অবস্থান
অবস্থানবাঙালী তলা, ভেলপুর, বারাণসী
রাজ্যউত্তর প্রদেশ
দেশ ভারত
স্থানাঙ্ক২৫°১৮′১১″ উত্তর ৮৩°০০′১১″ পূর্ব / ২৫.৩০২৯২৬° উত্তর ৮৩.০০৩০৬১° পূর্ব / 25.302926; 83.003061
স্থাপত্য
সম্পূর্ণ হয়১৮শ শতাব্দী
উচ্চতা৮৪.৬৬০ মি (২৭৮ ফু)

শ্রী তিলভাণ্ডেশ্বর মহাদেব মন্দির ( হিন্দি : श्री तिलभांडेश्वर महादेव मंदिर), তিলভাণ্ডেশ্বর মহাদেব মন্দির এবং তিলভাণ্ডেশ্বর মন্দির নামেও পরিচিত, পবিত্র শহর বারাণসীর অন্যতম প্রাচীন এবং বিখ্যাত মন্দির। হিন্দুধর্মে এই মন্দিরটির অত্যন্ত ধর্মীয় গুরুত্ব রয়েছে এবং এটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত। তিলভাণ্ডেশ্বর মন্দির ১৮ শতকে নির্মিত হয়েছে বলে মনে করা হয়।[১]

ইতিহাস[সম্পাদনা]

শ্রী তিলভাণ্ডেশ্বর মহাদেব মন্দির ১৮ শতকে নির্মিত হয়েছিল। মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত এবং এটি পান্ডে হাভেলিতে অবস্থিত, বাংলা টোলা ইন্টার কলেজের (ভেলুপুর, বারাণসী) পাশে। এটা বিশ্বাস করা হয় যে মন্দিরের শিব লিঙ্গটি ২,৫০০ বছর আগে নিজেই আবির্ভূত হয়েছিল এবং খুবই আশ্চর্যজনক ভাবে প্রতি বছর একটি "তিল" এর সমান(হিন্দি: तिल; অর্থাৎ তিল বীজ) আকারে বৃদ্ধি পায়। বর্তমানে শিব লিঙ্গের উচ্চতা ৩.৫ ফুট এবং ভিত্তিটির ব্যাস প্রায় ৩ ফুট। এই মন্দিরে মা শারদা কিছু দিন কাটিয়েছিলেন বলেও বিশ্বাস করা হয়।[২]

মন্দিরের অবস্থান[সম্পাদনা]

শ্রী তিলভাণ্ডেশ্বর মহাদেব মন্দির পান্ডে হাভেলি, ভেলুপুরে, বাঙালি টোলা ইন্টার কলেজের পাশে, গঙ্গা নদীর ৫০০ মিটার পূর্বে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ৩.২ কিলোমিটার উত্তরে এবং শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরের ১.৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Admin (২০১২-০৬-১৬)। "Tilbhandeshwar Temple Varanasi : Find all information and photo" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৫ 
  2. "Temple information"। Varanasi.org। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৫ 

আরও দেখুন[সম্পাদনা]