শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (পরিসংখ্যানবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এস পি মুখার্জি
ফেব্রুয়ারী ২০১৬-এ একটি অভিনন্দন অনুষ্ঠানে অধ্যাপক এসপি মুখার্জি
জন্ম (1939-06-16) ১৬ জুন ১৯৩৯ (বয়স ৮৪)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনপ্রেসিডেন্সি কলেজ, কলকাতা
কলকাতা বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণনির্ভরযোগ্যতা বিশ্লেষণ
পুরস্কারঅধ্যাপক পি. ভি. সুখাত্মে সিনিয়র পরিসংখ্যানবিদদের জন্য পুরস্কার
পি. সি. মহালনবিস জন্মশতবর্ষ পুরস্কার
বৈজ্ঞানিক কর্মজীবন
ডক্টরাল উপদেষ্টাপূর্ণেন্দু কুমার বসু

শ্যামাপ্রসাদ মুখার্জি, এফএনএএসসি, এসপি মুখার্জি নামে পরিচিত (জন্ম ১৬ জুন ১৯৩৯), একজন ভারতীয় পরিসংখ্যানবিদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের প্রাক্তন শতবর্ষী অধ্যাপক। [১] ২০০৪ সালে পরিসংখ্যানের শতবর্ষী অধ্যাপক হিসেবে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণের পর তিনি বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন ভিজিটিং প্রফেসর। [২][৩] তিনি বর্তমানে শ্রম ব্যুরোর অধীনে সর্বভারতীয় সমীক্ষা পরিচালনাকারী বিশেষজ্ঞ গোষ্ঠীর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। [৪]

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

তিনি ভারতের কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে তিনি তার স্কুলের ফাইনাল (১০ম শ্রেণী) পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং পশ্চিমবঙ্গ রাজ্যে দ্বিতীয় স্থান দখল করেন। তিনি M.Sc পেয়েছিলেন ১৯৬০ সালে। পরিসংখ্যানে এবং পিএইচ.ডি. ১৯৬৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে। কলকাতার প্রেসিডেন্সি কলেজে অল্প সময়ের অধ্যাপনার পর, তিনি ১৯৬৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানের প্রভাষক হিসেবে যোগদান করেন।

শিক্ষা জীবন[সম্পাদনা]

প্রফেসর মুখার্জি ফলিত সম্ভাব্যতা, প্যারামেট্রিক এবং বায়েসিয়ান এস্টিমেশন, নির্ভরযোগ্যতা বিশ্লেষণ, গুণমান ব্যবস্থাপনা এবং অপারেশন গবেষণায় ব্যাপক গবেষণাধর্মী কাজ করেছেন; ষাটটিরও বেশি গবেষণা পত্র এবং পর্যালোচনা এবং ব্যাখ্যামূলক নিবন্ধ প্রকাশ করেছেন; এবং ২১ জন পিএইচডি ছাত্রের তত্ত্বাবধান করেছেন। তিনি ভারতের অপারেশনাল রিসার্চ সোসাইটি এবং এশিয়ান-প্যাসিফিক অপারেশনাল রিসার্চ সোসাইটিজ (এপিওআরএস) এর সভাপতি ছিলেন। [৫] এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অপারেশনাল রিসার্চ সোসাইটিজ (আইএফওআরএস) এর সহ-সভাপতি ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন] তাছাড়া তিনি কলকাতা পরিসংখ্যান সমিতির [৬] সভাপতি ছিলেন। তিনি ভারতীয় মান ব্যুরোর গুণমান এবং নির্ভরযোগ্যতার জন্য পরিসংখ্যানগত পদ্ধতি সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর প্রোডাক্টিভিটি, কোয়ালিটি অ্যান্ড রিলায়েবিলিটি (আইএপিকিউআর)- [৭] এর সভাপতির পাশাপাশি আইএপিকিউআর লেনদেনের সম্পাদক এবং অন্যান্য বেশ কয়েকটি জার্নালের সম্পাদকীয় কাজের সাথে যুক্ত আছেন।

গবেষণার ক্ষেত্র[সম্পাদনা]

রচিত বই[সম্পাদনা]

  • গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট অ্যান্ড হাইয়ার এজ্যুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল ( পশ্চিমবঙ্গে স্নাতক কর্মসংস্থান এবং উচ্চশিক্ষা) [৮]
  • ফরনটেরিয়ারস ইন প্রোবাবিলিটি অ্যান্ড স্ট্যাটেসটিকস (সম্ভাবনা তত্ত্ব এবং পরিসংখ্যানে সীমান্ত) [৯]
  • কোয়ালিটি: ডোমেন অ্যান্ড ডাইমেনশনস(গুণমান: ডোমেন এবং মাত্রা) [১০]
  • স্ট্যাটেসটিকস মোথডস ইন সোশাল সায়েন্স (সামাজিক বিজ্ঞান গবেষণায় পরিসংখ্যানগত পদ্ধতি) [১১]
  • অ্যা গাইড টু রিসার্চ মেথডোলজি: ধ্য়ান ওভারভিউ অফ রিসার্চ প্রবলেমস, টাস্কস অ্যান্ড মেথডস (গবেষণা পদ্ধতির একটি নির্দেশিকা: গবেষণার সমস্যা, কাজ এবং পদ্ধতির একটি সংক্ষিপ্ত বিবরণ) [১২]
  • ডিসিশন-মেকিং: কন্সেপ্ট, মেথড অ্যান্ড টেকনিকস ( সিদ্ধান্ত গ্রহণ: ধারণা, পদ্ধতি এবং কৌশল) [১৩]

পুরস্কার ও পদক[সম্পাদনা]

  • সিনিয়র পরিসংখ্যানবিদদের জন্য অধ্যাপক পিভি সুখাতমে পুরস্কার জুন ২০১২ [১৪][১৫]
  • পিসি মহালনবিস জন্ম শতবর্ষ পুরস্কার জানুয়ারি ২০০০ [৩]
  • আইএসপিএস ২০১২ এর ফেলো [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Prestigious Chairs"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৬ 
  2. "Department of Statistics, University of Calcutta"। Stat.caluniv.in। সংগ্রহের তারিখ ২০১২-০৭-২১ 
  3. "PM presents awards to 21 scientists"The Hindu। ৪ জানুয়ারি ২০০০। ২৫ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১২ 
  4. "Labour Bureau launches two of the five all-India surveys" 
  5. "Welcome to APORS"। Apors.ms.unimelb.edu.au। ১৭ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-২১ 
  6. "Calcutta Statistical Association"। Calcuttastatisticalassociation.org। সংগ্রহের তারিখ ২০১২-০৭-২১ 
  7. "IAPQR, Indian Association for Productivity Quality & Reliability"। Iapqr.org। ১৭ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-২১ 
  8. Graduate Employment and Higher Education in West Bengal
  9. Frontiers in Probability and Statistics
  10. [১]
  11. [২]
  12. "A Guide to Research Methodology: An Overview of Research Problems, Tasks and Methods" 
  13. "Decision-making"। ৫ ফেব্রুয়ারি ২০২২। 
  14. "Press Information Bureau English Releases"। Pib.nic.in। সংগ্রহের তারিখ ২০১২-০৭-২১ 
  15. "Statistics Day 2012 celebrated"। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৬