শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট

স্থানাঙ্ক: ২৩°৪৪′০৬″ উত্তর ৯০°২৩′৩৭″ পূর্ব / ২৩.৭৩৫০১৫° উত্তর ৯০.৩৯৩৫৮২° পূর্ব / 23.735015; 90.393582
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
ধরনSemi-autonomous Institute under University of Dhaka
স্থাপিত১৯৫৯
পরিচালকপ্রফেসর ডাঃ আব্দুল হালিম
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৫২ [১]
স্নাতক৬০০ [২]
স্নাতকোত্তর৭০০ [৩]
অবস্থান,
২৩°৪৪′০৬″ উত্তর ৯০°২৩′৩৭″ পূর্ব / ২৩.৭৩৫০১৫° উত্তর ৯০.৩৯৩৫৮২° পূর্ব / 23.735015; 90.393582[৪]
শিক্ষাঙ্গনশহর, শাহবাগে অবস্থিত
মানচিত্র

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি আধা-স্বায়ত্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠান। এটি আইইআর নামেই বেশী পরিচিত।

ইতিহাস[সম্পাদনা]

দেশের শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য যোগ্য শিক্ষক, শিক্ষাবিদ ও শিক্ষাবিজ্ঞানী গড়ে তোলার লক্ষ্য নিয়ে ইনস্টিটিউটটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ইনস্টিটিউট হিসেবে USAID এর অর্থায়নে কলোরাডো স্টেট কলেজের ( বর্তমানে University of Northern Colorado) টেকনিকাল সহায়তায় ১৯৫৯ সালে প্রতিষ্ঠা করা হয়।

শুরুর দিকে IER ২ বছরের মাস্টার্স অব এডুকেশন কোর্স চালু করে। এরপর প্রায় এক দশক পর দুই বছরের এই কোর্সকে ১ বছরের ডিপ্লোমা-ইন-এডুকেশন ও ১ বছরের মাস্টার্স-ইন-এডুকেশন এই দুই ভাগে ভাগ করে। নব্বইএর দশকের মাঝামাঝি সময়ে IER শিক্ষাক্ষেত্রের জন্য বিশেষায়িত জনশক্তির প্রয়োজন অনুভব করলে ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষ থেকে ৩ বছরের ব্যাচেলর অব এডুকেশন (সম্মান) কোর্স চালু করে এবং ১ বছরের ডিপ্লোমা কোর্সটি বন্ধ করে দেয়। এরপর ১৯৯৮-৯৯ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিষয়ের আন্ডারগ্রাজুয়েট কোর্সের সময় এক বছর বাড়ানো হলে IER-ও তার আন্ডারগ্রাজুয়েট কোর্সটির সময় চার বছর করে।

বিভাগ[সম্পাদনা]

  • চার বছরের বি.এড (সম্মান)
ক. ভাষা শিক্ষা বিভাগ
খ. বিজ্ঞান বিভাগ
গ. সামাজিক বিজ্ঞান বিভাগ ও
ঘ. বিশেষ শিক্ষা বিভাগ
  • এক বছরের এম.এড (নিয়মিত)
ক. প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগ
খ. ভাষা শিক্ষা বিভাগ
গ. সামাজিক বিজ্ঞান বিভাগ
ঘ. বিজ্ঞান, গাণিত ও প্রযুক্তি শিক্ষা বিভাগ
ঙ. শিক্ষা পরিকল্পনা ও নির্বাহ বিভাগ
চ. কারিকুলাম এন্ড এডুকেশনাল টেকনোলজি বিভাগ
ছ. উপানুষ্ঠানিক ও চলমান শিক্ষা বিভাগ
জ. শিক্ষা মনোবিজ্ঞান বিভাগ
ঝ. এডুকেশনাল ইভালুয়েশন এন্ড রিসার্চ বিভাগ
ঞ. বিশেষ শিক্ষা বিভাগ
  • দুই বছরের এম.এড সন্ধাকালীন কোর্স.
  • শিক্ষা বিষয়ক উচ্চতর গবেষণার জন্য এম.ফিল. ও.
  • পি.এইচ.ডি কোর্স।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "University of Dhaka || the highest echelon of academic excellence"www.du.ac.bd 
  2. পড়ার বিষয় যখন শিক্ষাNTV 
  3. পড়ার বিষয় যখন শিক্ষাNTV 
  4. "Wikimapia - Let's describe the whole world!"wikimapia.org 

বহিঃসংযোগ[সম্পাদনা]