ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল

স্থানাঙ্ক: ২৩°৪৩′৩৯″ উত্তর ৯০°২৪′০০″ পূর্ব / ২৩.৭২৭৫০০° উত্তর ৯০.৩৯৯৯৩৪° পূর্ব / 23.727500; 90.399934
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল
২৩°৪৩′৩৯″ উত্তর ৯০°২৪′০০″ পূর্ব / ২৩.৭২৭৫০০° উত্তর ৯০.৩৯৯৯৩৪° পূর্ব / 23.727500; 90.399934
ডাককোডঢাকা - ১০০০
পরিচালনায়শারীরিক শিক্ষা কেন্দ্র
মালিকানাধীনঢাকা বিশ্ববিদ্যালয়
অবস্থাসক্রীয়
দৈর্ঘ্যসাধারণ: ৫০ মিটার
ডাইভিং: ২৪ মিটার
প্রস্থসাধারণ: ২১ মিটার
ডাইভিং: ২২ মিটার
বৈশিষ্ট্য
৮ লেন বিশিষ্ট সুইমিংপুল, ডাইভিং পুল

ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল বাংলাদেশের ঢাকা মহানগরে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল। এটির অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উল্টো দিকে শারীরিক শিক্ষা কেন্দ্র প্রাঙ্গনে।[১] বাংলাদেশের বেশিরভাগ ক্রীড়া সুইমিংপুলের মত এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত নয়। পুলটির সার্বিক রক্ষণাবেক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনায় হয়ে থাকে।[২] নিয়মিত সাঁতারের পুলের পাশাপাশি এখানে একটি ডাইভিং পুল আছে। এটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সাঁতার ক্রীড়াস্থল, এছাড়াও ছাত্র-শিক্ষক কেন্দ্রের অভ্যন্তরে আরেকটি প্রশিক্ষণ ও সাধারণ ব্যবহার্য্য সুইমিংপুল আছে।[৩]

কাঠামো[সম্পাদনা]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলটি দুইটি পৃথক পুল নিয়ে গঠিত। সাধারণ সাঁতারের পুলের আয়তন ৫০x২১ বর্গমিটার, ডাইভিং পুলের আয়তন ২৪x২২ বর্গমিটার।[১] এটি খোলা আকাশের নীচে উম্মুক্ত সুইমিংপুল। জাতীয় পর্যায়ের জল-ক্রীড়া আয়োজনের উপযোগী। ৮ লেন বিশিষ্ট পুলটির দক্ষিণ পাশে দর্শকদের বসার গ্যালারী আছে।

আয়োজন[সম্পাদনা]

এটি বছর জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও তাদের পারিবারিক সদস্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বহিরাগতদের সাঁতার প্রশিক্ষণ ও অনুশীলনের জন্য ব্যবহৃত হয়।[১] প্রশিক্ষণ ও অনুশীলনের বাইরে এখানে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আন্তঃহল প্রতিযোগিতা হয়ে থাকে।[৪] ২০১৮ সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সাঁতারের বিভিন্ন ইভেন্ট এইপুলে হয়েছিল।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. জয়, মো:সরফরাজ খান (২০১৭-১১-০৮)। "কম খরচে সুইমিং করুন ঢাবি পুলে"গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০২২-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮ 
  2. "Physical Education Center"ঢাকা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ২০২২-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮ 
  3. রহমান, সাদিকুর (২০১৮-০৯-১৪)। "টিএসসির সুইমিংপুলে হচ্ছে পাঁচতলা ভবন!"প্রথম আলো। ২০২২-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮ 
  4. "ঢাবি আন্তঃহল সাঁতার প্রতিযোগিতা শুরু"জাগো নিউজ। ২০১৭-০৭-২০। ২০২২-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮ 
  5. "কুষ্টিয়ার ক্ষুদে সাঁতারু আরিফের সাফল্য"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১৮-০৫-১৫। ২০১৮-০৮-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮