মবিনুল হক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মবিনুল হক
জাতীয়তাভারতীয়
পেশালেখক
পুরস্কারবঙ্গানুবাদের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার (২০১৮)

মবিনুল হক হলেন ভারতের পশ্চিমবঙ্গের একজন সাহিত্যিক। তিনি ২০১৮ সালে বঙ্গানুবাদের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

জীবনী[সম্পাদনা]

মবিনুল হকেত জন্ম পুরুলিয়া জেলায় হলেও তিনি মুর্শিদাবাদ জেলায় বসবাস করেন।[১] তিনি বিভিন্ন গ্রন্থ বাংলায় অনুবাদ করে থাকেন। তিনি সাদত হাসান মান্টোর লেখনী ঠান্ডা গোস্ত ও অন্যান্য গল্প এবং আতিশ পারে শিরোনামে অনুবাদ করেছেন। এছাড়া তিনি ইসমত চুগতাই ও সাজ্জাদ জহিরের লেখনী যথাক্রমে লেপ ও অন্যান্য গল্পঅঙ্গারে শিরোনামে অনুবাদ করেছেন। এছাড়াও, তিনি পাকিস্তানের উর্দু গল্পগুলো পাকিস্তানের উর্দু গল্প শিরোনামে অনুবাদ করেছেন।

প্রকাশনী[সম্পাদনা]

  • ঠান্ডা গোস্ত ও অন্যান্য গল্প[২]
  • আতিশ পারে[১]
  • লেপ ও অন্যান্য গল্প[৩]
  • অঙ্গারে[১]
  • পাকিস্তানের উর্দু গল্প[৪]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

মবিনুল হক ইসমত চুগতাই রচিত লেপ ও অন্যান্য গল্পগুলো উর্দু থেকে বাংলায় লেপ ও অন্যান্য গল্প শিরোনামে অনুবাদ করেছেন। তার এই অনুবাদ কর্মের জন্য তিনি ২০১৮ সালে বঙ্গানুবাদের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।[৫]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অনুবাদের জন্য ২০১৮-র সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন মুর্শিদাবাদের মবিনুল হক"ডব্লিউবি মিরর। ৩১ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "মান্টোর সঙ্গে চুগতাই মনের আশ্চর্য খোরাক"এই সময়। ১০ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯ 
  3. "আবেগের ঢেউ, বইমেলায় লক্ষ্মীলাভ"আনন্দবাজার পত্রিকা। ২৮ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯ 
  4. "পাকিস্তানের উর্দু গল্প"রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "AKADEMI TRANSLATION PRIZES (1989-2018)"Sahitya Akademi। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯