বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে
শিল্পরেল
প্রতিষ্ঠাকাল১৮৯১
বিলুপ্তিকাল১৯৪১
সদরদপ্তর
দোমহানি
,
বাণিজ্য অঞ্চল
উত্তরবঙ্গ
পরিষেবাসমূহরেল পরিবহন

বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে ১৮৯১ সালে গঠিত হয় এবং ১৯৪১ সালে ইস্টার্ণ বেঙ্গল রেলওয়ের সাথে একত্রীত হয়।[১] বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে (সংক্ষিপ্ত বিডিআর) ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশে ১৮৯৩ থেকে ১৯৪১ সাল পর্যন্ত পরিচালিত হওয়া অগ্রগামী রেল সংস্থাগুলির মধ্যে একটি ছিল। এটি কিছু ছোট মিটার গেজ রেলপথ পরিচালনা করত, যে রেলপথগুলি লালমনিরহাট থেকে শুরু করে হিমালয়ের পাদদেশে ডুয়ার্স ও ভুটানের সীমান্তের নিকট পর্যন্ত চলে গেছে।[১][২]

ইতিহাস[সম্পাদনা]

কোম্পানিটি ১৮৯১ সালে যুক্তরাজ্যে গঠিত হয় এবং একই বছরে মূল চুক্তিটি স্বাক্ষরিত হয়। এটি পরিচালিত দীর্ঘতম লাইনটি ছিল উত্তর পশ্চিমের রংপুর জেলার লালমনিরহাট থেকে শুরু করে কোচবিহার ও জলপাইগুড়ি জেলা হয়ে ভুটান সীমান্তের পশ্চিম ডুয়ার্স পর্যন্ত। লাইনের সদর দফতর দোমোহনীতে ছিল।

১৯৪১ সালের জানুয়ারিতে পূর্ববাংলা রাজ্য রেলওয়ের সাথে এটিকে একত্রিত করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Saxena, R. P.। "Indian Railway History timeline"IRFCA। ১৪ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১২ 
  2. "Bengal-Dooars Railway"। fibis। সংগ্রহের তারিখ ২০১২-০২-২৪