আলাপ:মসজিদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১৩ বছর পূর্বে "মসজিদের ধারণক্ষমতা" অনুচ্ছেদে

মসজিদের ধারণক্ষমতা[সম্পাদনা]

মসজিদ আল-হারামের ধারণ ক্ষমতা ৪০ লাখ তথা ৪ মিলিয়ন দেয়া হয়েছে, এলাকা দেয়া আছে ৪০০,৮০০ বর্গমিটার। ভাগ করে যা পেলাম তা হলো, প্রতি বর্গমিটারে প্রায় ১০ জন। এখন আমার প্রশ্ন হলো, ১ বর্গমিটারে কি আদৌ ১০ জন মানুষকে আঁটানো সম্ভব? হিসাবে কোনো একটা সমস্যা আছে মনে হচ্ছে। --রাগিব (আলাপ | অবদান) ১৯:৪৩, ২০ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

এই সূত্রটি বলছে মসজিদুল হারামের আয়তন ৩,৫৬,৮০০ বর্গ মিটার এবং ধারণক্ষমতা ৮,২০,০০০ জন। আমার কাছে Encarta 2004 এবং Britannica 2009 আছে, কিন্তু দুটো'র কোনোটাতেই মসজিদুল হারাম বিষয়ে কোনো আলাদা নিবন্ধ পাইনি; যা পেয়েছি মক্কা'র পরিচিতিতে মসজিদুল হারাম বিষয়ে উল্লেখ। কথা হলো: ইংরেজি উইকিপিডিয়ায়, এই তালিকাটির কোনো তথ্যসূত্র নেই। পরিবর্তনের আগে ইংরেজি উইকিপিডিয়ায় নিবন্ধটির আলাপে আমরা তথ্যসূত্রের জন্য আবেদন জানাতে পারি। তাতে কিছু চিন্তা-ভাবনা করা যাবে।
P.S.: তালিকাটিতে বাংলাদেশের বায়তুল মুকাররামের নাম দেখে গর্বে আমার বুক এত্তো বড় হয়ে গেছে। :) মঈনুল ইসলাম (আলাপ | অবদান) ০৪:৩৭, ২১ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন