আলাপ:মসজিদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মসজিদের ধারণক্ষমতা[সম্পাদনা]

মসজিদ আল-হারামের ধারণ ক্ষমতা ৪০ লাখ তথা ৪ মিলিয়ন দেয়া হয়েছে, এলাকা দেয়া আছে ৪০০,৮০০ বর্গমিটার। ভাগ করে যা পেলাম তা হলো, প্রতি বর্গমিটারে প্রায় ১০ জন। এখন আমার প্রশ্ন হলো, ১ বর্গমিটারে কি আদৌ ১০ জন মানুষকে আঁটানো সম্ভব? হিসাবে কোনো একটা সমস্যা আছে মনে হচ্ছে। --রাগিব (আলাপ | অবদান) ১৯:৪৩, ২০ জুলাই ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

এই সূত্রটি বলছে মসজিদুল হারামের আয়তন ৩,৫৬,৮০০ বর্গ মিটার এবং ধারণক্ষমতা ৮,২০,০০০ জন। আমার কাছে Encarta 2004 এবং Britannica 2009 আছে, কিন্তু দুটো'র কোনোটাতেই মসজিদুল হারাম বিষয়ে কোনো আলাদা নিবন্ধ পাইনি; যা পেয়েছি মক্কা'র পরিচিতিতে মসজিদুল হারাম বিষয়ে উল্লেখ। কথা হলো: ইংরেজি উইকিপিডিয়ায়, এই তালিকাটির কোনো তথ্যসূত্র নেই। পরিবর্তনের আগে ইংরেজি উইকিপিডিয়ায় নিবন্ধটির আলাপে আমরা তথ্যসূত্রের জন্য আবেদন জানাতে পারি। তাতে কিছু চিন্তা-ভাবনা করা যাবে।
P.S.: তালিকাটিতে বাংলাদেশের বায়তুল মুকাররামের নাম দেখে গর্বে আমার বুক এত্তো বড় হয়ে গেছে। :) মঈনুল ইসলাম (আলাপ | অবদান) ০৪:৩৭, ২১ জুলাই ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]