বিবেক গুপ্ত (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিবেক গুপ্ত
সংসদ সদস্য, রাজ্যসভা, পশ্চিমবঙ্গ
কাজের মেয়াদ
৩ এপ্রিল ২০১২ – ২ এপ্রিল ২০১৮
উত্তরসূরীশান্তনু সেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
সংসদীয় এলাকাপশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২ মে ২০২১[১]
পূর্বসূরীস্মিতা বক্সী
সংসদীয় এলাকাজোড়াসাঁকো
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1975-12-27) ২৭ ডিসেম্বর ১৯৭৫ (বয়স ৪৮)
কলকাতা
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
দাম্পত্য সঙ্গীশ্রীমতি রুচিকা গুপ্তা
বাসস্থানকলকাতা

বিবেক গুপ্ত (জন্ম ডিসেম্বর ১৯৭৫) পশ্চিমবঙ্গ নির্বাচনে ২০২১ সালে তৃণমূল কংগ্রেস পার্টির বিধানসভা কেন্দ্র জোড়াসাঁকো থেকে বিধায়ক।[২] তিনি পূর্বে পশ্চিমবঙ্গ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্যদের প্রতিনিধিত্ব করে রাজ্যসভার সংসদ সদস্য (২০১২-২০১৮) ছিলেন। তিনি পূর্ব ভারতের শীর্ষস্থানীয় হিন্দি দৈনিক SANMARG-এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান গ্রুপ সম্পাদক। এছাড়াও তিনি ১৫ জানুয়ারী ২০২৩ থেকে তৃণমূল কংগ্রেস হিন্দি সেল পশ্চিমবঙ্গ ইউনিটের রাজ্য সভাপতি।

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

বিবেক গুপ্ত কলকাতায় হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার ডন বস্কো স্কুল এবং পরে কলকাতার ভবানীপুর কলেজে যান। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন।

তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি.কম (অনার্স), কলকাতা এনআইআইটি থেকে সিস্টেম ডিজাইন এবং বিশ্লেষক ডিগ্রী এবং ভিডিএমএ (জার্মানি) এ প্রিন্ট প্রোডাকশন এডুকেশনে ডিগ্রি অর্জন করেছেন।

রাজনৈতিক পেশা[সম্পাদনা]

তিনি ২০১২ সালের মে মাসে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় মনোনীত হন। তিনি ২০১২ সালে খাদ্য, ভোক্তা বিষয়ক ও পাবলিক ডিস্ট্রিবিউশন সংক্রান্ত ডিপার্টমেন্ট রিলেটেড পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি (এলএস) কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৩] তিনি শিল্প সম্পর্কিত বিভাগীয় সংসদীয় স্থায়ী কমিটি (আরএস) কমিটির সদস্য ছিলেন। তিনি ডিসেম্বর ২০১২ থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISERs) কাউন্সিলের সদস্য এবং অক্টোবর ২০১৩ থেকে দুর্যোগ ঝুঁকি হ্রাসের জাতীয় প্ল্যাটফর্মের সদস্য।[৪]

তিনি ২০১২ সালে বিশ্ব আর্থ সামিটে এবং ২০১২ সালে জোহানেসবার্গে ৯ তম বিশ্ব হিন্দি সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন।

তিনি ২০১০-২০১২ সালে পশ্চিমবঙ্গের হিন্দি উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। তিনি ২০১১-২০১২ সালে পশ্চিমবঙ্গ হিন্দি একাডেমির সভাপতি ছিলেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bureau, ABP News (৩ মে ২০২১)। "Jorasanko West Bengal Election 2021 Final Results LIVE:TMC Candidate VIVEK GUPTA wins from Jorasanko, Details Inside"news.abplive.com (ইংরেজি ভাষায়)। 
  2. "Bengal Polls 2021: Jaya Bachchan takes part in a roadshow for TMC's Jorasanko candidate Vivek Gupta"www.telegraphindia.com 
  3. "Vivek Gupta(All India Trinamool Congress(AITC)):(WEST BENGAL) - Affidavit Information of Candidate"myneta.info। সংগ্রহের তারিখ ৮ মে ২০২১ 
  4. "Vivek Gupta Biography"Elections.in। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৫ 
  5. "Detailed Profile: Shri Vivek Gupta"। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৫