প্রাগপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রাগপুর কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার একটি সীমান্তবর্তী এলাকা এবং প্রাগপুর ইউনিয়নের সদর দপ্তর।[১] এখানেই কুষ্টিয়া জেলার একমাত্র স্থলবন্দর প্রাগপুর স্থলবন্দর অবস্থিত।[২][৩] কুষ্টিয়া জেলার অর্থনীতিব্যবসা-বাণিজ্যের জন্য এলাকাটি গুরুত্বপূর্ণ।[৪]

প্রাগপুর
প্রাগপুর বাংলাদেশ-এ অবস্থিত
প্রাগপুর
প্রাগপুর
বাংলাদেশে প্রাগপুরের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°০০′৩৪″ উত্তর ৮৮°৪৫′৫০″ পূর্ব / ২৪.০০৯৩৬৫৯° উত্তর ৮৮.৭৬৪০১০৩° পূর্ব / 24.0093659; 88.7640103
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
উপজেলাদৌলতপুর উপজেলা
ইউনিয়নপ্রাগপুর ইউনিয়ন
জনসংখ্যা (২০১১)
 • মোট৬,০৪১[১]
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭০৫২

অবস্থান[সম্পাদনা]

প্রাগপুর কুষ্টিয়া জেলার একটি সীমান্তবর্তী এলাকা। দৌলতপুর উপজেলা প্রাগপুর ইউনিয়নের একটি গ্রাম ও ইউনিয়নের সদর দপ্তর।[১] কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক থেকে প্রাগপুরের দুরত্ব প্রায় ২০ কিলোমিটার।[৩]

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

কলেজ[সম্পাদনা]

প্রাগপুরে ০১টি কলেজ রয়েছে।

  1. প্রাগপুর কলেজ (২০০২)[৫]

মাধ্যমিক বিদ্যালয়[সম্পাদনা]

প্রাগপুরে ০২টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

  1. প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৯)[৬]
  2. প্রাগপুর-ময়রামপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (২০০১)[৭]

প্রাথমিক বিদ্যালয়[সম্পাদনা]

প্রাগপুরে ০১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

  1. ০১ নং প্রাগপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় (১৯০৫)

মাদ্রাসা[সম্পাদনা]

প্রাগপুরে ০৩টি মাদ্রাসা রয়েছে।

  1. প্রাগপুর হাফেজিয়া মাদ্রাসা
  2. বায়তুল উলুম বহুমুখী গোরস্থান মাদ্রাসা
  3. প্রাগপুর মজিরুন্নেছা মহিলা মাদ্রাসা (২০১৮)

ধর্মীয় প্রতিষ্ঠান[সম্পাদনা]

মসজিদ[সম্পাদনা]

প্রাগপুরে ০২টি মসজিদ রয়েছে।

  1. প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদ
  2. প্রাগপুর মাঠপাড়া জামে মসজিদ

দরবার[সম্পাদনা]

প্রাগপুরে ০১টি প্রাচীন দরবার রয়েছে।

  1. প্রাগপুর খাজাবাবার দরবার

প্রাগপুরে সনাতন ধর্মের বসতি না থাকায় এখানে কোন সনাতন ধর্মের প্রতিষ্ঠান নেই।

অন্যান্য প্রতিষ্ঠান[সম্পাদনা]

সরকারি[সম্পাদনা]

  1. প্রাগপুরে কুষ্টিয়া জেলার প্রথম স্থলবন্দর প্রাগপুর স্থলবন্দর রয়েছে।
  2. প্রাগপুর বিজিবি ক্যাম্প[৮]

বেসরকারি[সম্পাদনা]

  1. প্রাগপুর সমাজ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠন
  2. অগ্রণী ব্যাংক পিএলসি

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

দৌলতপুর উপজেলাভেড়ামারা উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। প্রাগপুর থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের দুরত্ব প্রায় ২০ কিলোমিটার।[৩]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-প্রাগপুর ইউনিয়ন, কুষ্টিয়া জেলা। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৫ 
  2. "বার্ষিক ক্রয় পরিকল্পনা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৪ 
  3. এস এম আব্বাস, সিনিয়র করেসপন্ডেন্ট (২০১২-০৮-২১)। "স্থাপিত হতে যাচ্ছে আরো ০৬টি স্থলবন্দর"বাংলা নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৪ 
  4. কুষ্টিয়া (২০২৩-০৭-১৯)। "এক যুগ ধরেই শুধু তৎপরতা, বাস্তবায়নে নেই অগ্রগতি"জাগো নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৪ 
  5. "প্রাগপুর কলেজ"মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৫ 
  6. "প্রতিষ্ঠানের ইতিহাস"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৫ 
  7. "প্রচ্ছদ"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-প্রাগপুর-ময়রামপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৫ 
  8. "৬০৬,৯০০ - Periodic Maintenance of Pragpur BGB Camp"www.dorpatra.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৫