তিরুকালকুন্দ্রম

স্থানাঙ্ক: ১২°২২′ উত্তর ৮০°০২′ পূর্ব / ১২.৩৬° উত্তর ৮০.০৩° পূর্ব / 12.36; 80.03
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তিরুকালকুন্দ্রম
திருக்கழுகுன்றம்
পঞ্চায়েত নগর
তিরুকালকুন্দ্রম তামিলনাড়ু-এ অবস্থিত
তিরুকালকুন্দ্রম
তিরুকালকুন্দ্রম
তামিলনাড়ুতে তিরুকালকুন্দ্রমের অবস্থান
স্থানাঙ্ক: ১২°২২′ উত্তর ৮০°০২′ পূর্ব / ১২.৩৬° উত্তর ৮০.০৩° পূর্ব / 12.36; 80.03
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেঙ্গলপট্টু
জনসংখ্যা (২০১১)
 • মোট২৯,৩৯১
ভাষা
 • দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০৩১০৯
যানবাহন নিবন্ধনTN-19 (টিএন-১৯)

তিরুকালকুন্দ্রম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলার একটি পঞ্চায়েত শহর। এছাড়াও এটি তিরুকালকুন্দ্রম তালুকের সদর৷ এখানে রয়েছে বিখ্যাত বেদগিরীশ্বর মন্দির, এটি হিন্দু দেবতা শিবের নামে উৎসর্গীকৃত৷[১] শহরটি ১৮ টি ওয়ার্ডে বিভক্ত৷

ইতিহাস[সম্পাদনা]

তিরুকালকুন্দ্রম শব্দটি এসেছে তামিল শব্দ 'কলুগু' থেকে, যার অর্থ ঈগল৷ তিরু অর্থাৎ পবিত্র কলুগুন্দ্রম অর্থ ঈগলের অবস্থান৷ কালক্রমে এই তামিল তিরুকলুগুন্দ্রম বাংলায় তিরুকালকুন্দ্রম নামে পরিচিতি পায়৷ জনশ্রুতি অনুযায়ী বেদগিরীশ্বর মন্দির বিমানের দিকে প্রতিদিন দ্বিপ্রহর কালে দুটি ঈগল উড়ে বেড়াতো এবং মন্দিরের পূজারী তাদের প্রতিদিন ভোগ নিবেদন করতেন। লোক বিশ্বাস অনুসারে এই বইগুলি সাধারণ নয় বরং দুজন শাপপ্রাপ্ত ঋষি। আরো জনশ্রুতি রয়েছে যে কলিযুগ শুরু হলে এই ঈগলদ্বয়কে এই মন্দিরে আর দেখা যাবে না। বর্তমানে মন্দিরে ঈগলের অনুপস্থিতি কলিযুগের আগমনকে নির্দেশিত করে।

মন্দিরে কোন নন্দী মূর্তি নেই, মনে করা হয় যে এই মন্দিরটি যেই পাহাড়ের উপর অবস্থিত সেটি সম্পূর্ণরূপে শিবের নামে উৎসর্গীকৃত। ফলে এখানে শিব ব্যতীত তার নন্দীর প্রবেশও নিষেধ। তিরুকলুগুন্দ্রম বা তিরুকালকুন্দ্রম মূলত মন্দিরটির নাম হলেও বর্তমানে সমগ্র শহর বোঝাতেই এই নামটি ব্যবহার করা হয়।[২]

তিরুকালকুন্দ্রমের দৃশ্য

শিখরে অবস্থিত মন্দিরটিতে পৌঁছাতে পাহাড়ের উচ্চতা বরাবর ৫৬৫ টি ধাপ অতিক্ররম করে যেতে হয়৷ সংযুক্ত চিত্রটি তারই পাদদেশে অবস্থিত শ্রী ত্রিপুরাসুন্দরী মন্দির৷

জনতত্ত্ব[সম্পাদনা]

ধর্মভিত্তিক জনগণনা-২০১১[৩]
ধর্ম শতাংশ(%)
হিন্দু
  
৯২.০১%
মুসলিম
  
৫.৭৯%
খ্রিস্টান
  
১.৪০%
জৈন
  
০.৩৪%
বৌদ্ধ
  
০.১১%
শিখ
  
০.০৩%
অন্যান্য
  
০.০০%
অবিবৃত
  
০.৩৩%

২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে তিরুকালকুন্দ্রমের মোট জনসংখ্যা ২৯,৩৯১ জন৷[৪] এর মধ্যে ১৪,৫৬৫ জন পুরুষ ও ১৪,৮২৬ জন নারী রয়েছেন অর্থাৎ লিঙ্গানুপাত প্রতি হাজার পুরুষে ১,০১৮ জন নারী৷ মোট পরিবার সংখ্যা ৭,৪১৯ টি৷ ছয় বছর অনূর্ধ্ব শিশু সংখ্যা ৩,১৯২, যা মোট জনসংখ্যার ১০.৮৬ শতাংশ৷ তিরুকালকুন্দ্রমের মোট সাক্ষরতার হার ৮৫.৩৪ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯১.৭৪ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৭৯.০৬ শতাংশ৷[৫]

অবস্থান[সম্পাদনা]

তিরুকালকুন্দ্রম চেন্নাইয়ের চতুরঙ্গপত্তনম থেকে তিরুতণি পর্যন্ত বিস্তৃত ৫৮ নং রাজ্য সড়কেওর ওপর চেন্নাই থেকে ৭০ কিলোমিটার (৪৩ মা) দক্ষিণে অবস্থিত৷ এছাড়া অন্যতম উল্লেখ্য পর্যটনস্থল মহাবলীপুরম থেকে এটি ১৫ কিলোমিটার (৯.৩ মা) দূরে অবস্থিত৷

মন্দির ও জলাধার সহ তিরুকালকুন্দ্রমের পরিদৃশ্য

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://www.thirukalukundram.in/Thirukalukundram-Arulmigu-Vedhagiriswarar-temple-history.html
  2. Kapoor, Subodh (২০০২)। Encyclopaedia of Ancient Indian Geography, Volume 2। Genesis Publishing Pvt Ltd। পৃষ্ঠা 655। আইএসবিএন 9788177552997 
  3. "Population By Religious Community - Tamil Nadu" (XLS)। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১১। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৫ 
  4. "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India"www.censusindia.gov.in। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৯ 
  5. https://www.census2011.co.in/data/town/803370-tirukalukundram-tamil-nadu.html