জোংড়া ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জোংড়া
ইউনিয়ন
ডাকনাম: জোংড়া ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলালালমনিরহাট জেলা
উপজেলাপাটগ্রাম উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • প্যানেল চেয়ারম্যানশ্রী বিজয় কুমার
আয়তন
 • মোট২৮ বর্গকিমি (১১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট২৬,২৮৩
 • জনঘনত্ব৯৪০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

জোংড়া ইউনিয়ন বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ইউনিয়নটি একটি সীমান্তবর্তী ছিটমহল বিশিষ্ট এলাকা। এ ইউনিয়নের ধবলগুড়ি সম্পূর্ণ ভারতের ভিতরে অবস্থিত।

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

জোংড়া ইউনিয়ন লালমনিরহাট জেলার উত্তরের উপজেলা পাটগ্রামের একটি সীমান্তবর্তী ইউনিয়ন। এ ইউনিয়নের উত্তরে একই উপজেলার জগতবেড় ইউনিয়ন, পূর্বে ভারতের শিলিগুড়ি জেলা, দক্ষিণে বাউরা ইউনিয়ন এবং পশ্চিমে কুচলিবাড়ী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

জোংড়া ইউপি ৭টি মৌজা নিয়ে গঠিত, মৌজাসমূহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।

  1. ইসলাম নগর
  2. খারিজা জোংড়া
  3. মোমিনপুর
  4. ধবলগুড়ি
  5. রামকান্ত
  6. জোংড়া
  7. গুরুপাড়া

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হলেন মোঃ আশরাফ আলী।[২]

ইতিহাস[সম্পাদনা]

জনসংখ্যা[সম্পাদনা]

জোংড়া ইউনিয়নের মোট জনসংখ্যাঃ ২৬,২৮৩ জন[১] যারা ৫৭৭৬টি পরিবারে বসবাস করে, যার মধ্যে নারী ১২৯৯৮ জন এবং পুরুষ ১৩২৮৫ জন।

শিক্ষা :[সম্পাদনা]

প্রাথমিক বিদ্যালয় -

*সোহেল বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়

* ২ নং জোংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

*১ নং জোংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

*১ নং শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়

*নাজির গোমানী সরকারি প্রাথমিক বিদ্যালয়

*ধবলগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

*চতুরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

*মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মাধ্যমিক বিদ্যালয় :

*জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয়

*ধবল গুড়ি উচ্চ বিদ্যালয়

*জোংড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়

*মমিমপুর উচ্চ বিদ্যালয়

*বাশঁ কাটা মাধ্যমিক বিদ্যালয়

*আলাউদ্দিন নগর মাদ্রাসা।

কলেজ :

নর্থবেঙ্গল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ফেব্রুয়ারি ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "চেয়ারম্যান পরিচিতি"। ২৮ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

জোংড়া ইউনিয়নের সাথে উপজেলা পাটগ্রাম যাতায়াতের জন্য পাকা সড়ক রয়েছে এবং জেলা বিভাগ ও রাজধানী যাতায়াতের জন্য বিভিন্ন যানবাহন রয়েছে যা বাস স্টপিজ ও অন্যান্য মাধ্যমের সাথে সংযুক্ত করেছে। এছাড়া রেল ভ্রমণের জন্য এই এই ইউনিয়নে একটি রেল স্টেশন রয়েছে যার নাম আলাউদ্দিন নগর। তবে সকল ট্রেন এই স্টেশনে থামে না। লোকাল ট্রেন ব্যতীত অন্যান্য ট্রেন ভ্রমণের জন্য আলাউদ্দিন নগর থেকে অটো, টেম্পু বাসে করে সকল ট্রেন থামে এমন রেল স্টেশনে যাওয়ার ব্যবস্থা রয়েছে।