জাম্বিয়ার ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইংরেজিতে চিহ্ন সহ লুসাকার রাস্তার দৃশ্য

ইংরেজি ভাষা জাম্বিয়ার সরকারি ভাষা।[১] জাম্বিয়াতে স্থানীয় আরও প্রায় ৩৫টি ভাষা প্রচলিত। এদের মধ্যে বেম্বা ভাষাতে প্রায় এক-চতুর্থাংশ লোক কথা বলে। অন্যান্য ভাষার মধ্যে টোঙ্গা ভাষা এবং নিয়াঞ্জা ভাষা উল্লেখযোগ্য। ফানাগালো নামের একটি ক্‌হোসা ভাষা-ভিত্তিক পিজিন ভাষা শহর এবং খনি এলাকগুলিতে সার্বজনীন ভাষা হিসেবে সুপ্রচলিত। সেতলা নামের আরেকটি পিজিন ভাষা আছে, যার ভিত্তি সোয়াহিলি ভাষা। আন্তর্জাতিক কাজকর্মে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Zambia Languages"www.familysearch.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]